সোমবার রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ছাত্রলীগের উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিশ্রামাগার হল কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। উপজেলা ছাত্রলীগের সভাপতি রিকো চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মায়া নন্দ দেওয়ান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বন বিহারী চাকমা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কল্পিতা চাকমা, সম্পাদিকা মিতা চাকমা। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ধন বিকাশ চাকমা।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা তার বক্তব্যে বলেন,আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা বজায় রাখতে সকলের সহযোগীতায় এগিয়ে যেতে চাই। সকল রাজনৈতিক বৈষম্যতা ভুলে গিয়ে এলাকার উন্নয়নে সকলকে এগিয়ে যেতে যায়।
তিনি উপজেলার ছাত্র লীগের কর্মীদের উদ্দিশ্যে বলেন, রাজনৈতিক মানে টেন্ডারবাজি কিংবা চাঁদাবাজি নয়। প্রগতিশীল নেতৃত্ব কর্মী হিসেবে গড়ে উঠতে হবে। কোন কর্মী অপকর্মের সাথে লিপ্ত প্রমানিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.