রোববার খাগড়াছড়িতে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের (পিবিসিপি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
পিবিসিপি’র খাগড়াছড়ি শাখার যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল দেবনাথের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শহরের পৌর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল-মামুন ভূইয়া। পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ খাগড়াছড়ির শাখার সভাপতি সাহাজল ইসলামের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন ব পিবিসিপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আ: মজিদ, কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম সোহাগ, খাগড়াছড়ি জেলার সাধারন সম্পাদক, এস.এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মো. আসাদ উল্যাহ আসাদ, খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি মো. জাহেদুল ইসলাম, বর্তমান কলেজ শাখার সভাপতি আজম খাঁন অনিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পিবিসিপি’র খাগড়াছড়ি জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল।
আলোচনার সভা শুরুর আগে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেঁটে উদ্বোধন করেন খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম।
এর আগে শহরের একটি বর্ণাঢ্য র্যালী চেঙ্গী স্কোয়ার বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সভায়া প্রধান অতিথির বক্তব্যে আলকাছ আল-মামুন বলেন, সরকার উপজাতি কোটা চালু রেখে পার্বত্য জেলায় বেকারত্ব বৃদ্ধি ও বৈষম্য সৃষ্টি করা হয়েছে। তিনি অবিলম্বে উপজাতি কোটা বাতিল পূর্বক পার্বত্য কোটা চালু, খাগড়াছড়ি বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন, ভূমি সমস্যা সমাধান সহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় উপজাতিয় উগ্র বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা বন্ধের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.