প্রয়াত নেতা মানবেন্দ্র নারায়ন লারমা(এমএন লারমা) ৩২তম মৃত্যু বার্ষিকী উদযাপনে খাগড়াছড়িতে প্রশাসনে আরোপিত শর্তের প্রতিবাদে মঙ্গলবার সাংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএন লারমা গ্রুপ)।
শহরের মহাজন পাড়াস্থ টং রেষ্টেুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার মিলনায়তনে সংবাদ সন্মেলনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(এমএন লারমা) সভাপতি সুধাসিন্ধু খীসা। বক্তব্যে রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাস্কৃতিক সম্পাদক সাথোয়াইঅং মারমা, দপ্তর সম্পাদক বিভূরন্জন চাকমা, সদস্য প্রফুল্ল কুমার চাকমা, পিসিজেএসএস জেলা শাখার সভাপতি প্রীতিময় চাকমা । এসময় অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
সংবাদ সন্মেলনে সুধাসিন্ধু খীসা বলেন, পার্বত্য চট্টগ্রামের নিবেদিত প্রাণ পুরুষ মহান নেতা এমএন লারমা ভাস্কর্য পাদদেশের পবিত্র ফুল দিতে প্রশাসন চরম বিরোধীতা করা অন্যায় । ঘোলা পানিতে মাছ শিকার করা হচ্ছে। আগামী পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র অংশ। তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে কোথাও লেখা নেই ফুল দেওয়া বিধি-নিষেধ রয়েছে কিনা?
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.