সোমবার বরকলে স্কুল পর্যায়ে বালিকাদের কাবাডি খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন ও বিল ছড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা দল রার্নাস আপ হয়েছে।
বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত কাবাডি খেলার প্রতিযোগিতায় উদ্ধোধক ও প্রধান অথিতি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সুবির কুমার চাকমা। এসময় জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা স্বপন কিশোর চাকমা ২নং বরকল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা উপজেলা আওয়ামীলিগের সভাপতি মেনংরাখাইন ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রতিময় চাকমা বর্তমান প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা বিলছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিঘœ বিনাসন চাকমা সুবলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদংগমুনি চাকমা বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বরকল মডেল উচ্চ বিদ্যালয়,সুবলং উচ্চ বিদ্যালয় ও বিলছড়া উচ্চ বিদ্যালয় সহ তিনটি বিদ্যালয়ের বালিকা দল কাবাডি খেলায় অংশ গ্রহন করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.