রাঙামাটির বাঘাইছড়িতে পাবর্ত্য চুক্তির ১৮তম বর্ষপূতি উপলক্ষে দুটি সংগঠন পৃথকভাবে সমাবেশ করেছে।
রুপকারী মাঠে জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ) উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন সাবকে উপজেলা পরিষদ চেয়ারম্যন ও জেএসএস (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা।
সুরেশ কান্তি চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেএসএস (এমএন লারমা) রাঙামাটি জেলা শাখা সভাপতি অনুপ কুমার চাকমা। সভায় বক্তব্য রাখেন পিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি সতসিদ্ধি চাকমা, কেন্দ্রীয় যুব কমিটি সহ সাংগঠনিক সম্পাদক জোসি চাকমা, মহিলা বিষয়ক সম্পাদিকা শেফালী চাকমা, রুপকারী ইউপি সদস্য ধনেশ্বর চাকমা, উত্তরায়ন চাকমা,বিশ্বজিত চাকমা ও রাজেন্দ্র চাকমা। অনুষ্ঠান পরিচালনা করনে জ্ঞনজীব চাকমা।
বক্তারা পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়ন, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রনয়ন করে তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন ও ভূমি সমস্যা নিরসনে জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
অপরদিকে,উপজেলার শিজক মূখ বটতলা মাঠে জেএসএস (সন্তু লারমা গ্রুপ) একই দাবীতে বিক্ষোভ ও সমাবশে করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন প্রভাত কুমার চাকমা।
প্রধান অতিথি ছিলেন জেএসএস (সন্তু লারমা) রাঙামাটি জেলা কমিটির সহ সভাপতি কিশোর কুমার চাকমা। বক্তব্য রাখেন পুলক চাকমা, সমিরন চাকমা,খোকন চাকমা, ত্রিদিব চাকমা,কিরন চাকমা ও নিউটন চাকমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.