• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৭জন কাউন্সিলর প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2015   Sunday

প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে রোবার রাঙামাটি পৌরসভা নির্বাচনে  কাউন্সিলর পদে  ৭জন  প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

 

তারা হলেন হলেন, ৫নং ওয়ার্ডের সুধীর চন্দ্র ঘটক, ৬নং ওয়ার্ডের লক্ষীমনি চাকমা, ধীরেন্দ্র চাকমা ও  কিনা মোহন চাকমা, ৭নং ওয়ার্ডের আখতারুজ্জামান, ৮নং ওয়ার্ডের রফিকুল ইসলাম এবং ৯নং ওয়ার্ডের মোঃ শাহ আলম।

 

অতিরিক্ত  জেলা প্রশাসক(সার্বিক) ও রিটানিং কর্মকর্তা মো: মোস্তফা জামান জানান, ৯ টি ওয়ার্ডের ৪৬ জন সাধারণ কাউন্সিলার প্রার্থীর মধ্যে ৭ জন কাউন্সিলার প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে ৯ টি ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।

 

তিনি আরও  জানান,সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ  দেয়া হবে। প্রতীক বরাদ্দের মধ্যে প্রথমে  মেয়র প্রার্থী এরপর  সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ  দেয়া হবে। 

 

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যারা প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন ১নং আসনে(১,২,২) ছালেহা আক্তার, রুপসী দাশগুপ্ত ও আয়েমা বেগম, ২নং আসনের(৪,৫,৬) শ্যামলী ত্রিপুরা  ও  সোমা বেগম পূর্নিমা এবং ৩নং ওয়ার্ডের(৭,৮,৯) মোহিতা  দেওয়ান ও জুবাইতুন নাহার। 

 

অপরদিকে, সাধারন কাউন্সিলর পদে যারা প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন, ১নং ওয়ার্ডের মোঃ রমজান আলী,মোঃ নাছির উদ্দিন ও হেলাল উদ্দিন। 

 

২নং ওয়ার্ডের এমএ হামিদ,মোঃ কবির আকবর করিম, আব্দুল মালেক, সঞ্জয় ঘোষ রায়,মোহাম্মদ ইউসুফ চৌধুরী  ও রতন দে। ৩নং ওয়ার্ডের বিমল বড়ুয়া, সন্তোষ ধর, শাহাদাত হোসেন, নেয়াজ আহমেদ, সোহেল চাকমা ও পুলক দে।

 

৪নং ওয়ার্ডের নূর মোহাম্মদ মজুমদার, মোঃ মিজানুর রহমান বাবু, মোঃ আবু জাফর লিটন ও নুুরুন্নবী করিম। ৫নং ওয়ার্ডের মোঃ আমীর হামজা. অজিত দাশ, মোঃ আসাদুল হক, বাচিং মারমা ও শংকর মুসদ্দি।

 

৬নং ওয়ার্ডের মোঃ ইব্রাহীম, রবি মোহন চাকমা,মোঃ জামাল সিকদার ও নুর হোসেন। ৭নং ওয়ার্ডে মোঃ মনসুরুল হক, সাংবাদিক মনসুর আহম্মেদ, দেবানল চাকমা, মোঃ নাসির হোসেন,  মোঃ জামাল উদ্দিন ও মোঃ নাসের খান।  

 

৮নং ওয়ার্ডে কালায়ন চাকমা ও বিমল বিশ্বাস। ৯নং ওয়ার্ডে সন্তোষ কুমার চাকমা, মোঃ বিল্লাল হোসেন ও শেখ মোঃ মতিউর রহমান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ