• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে পরিকল্পিত বনায়ন কার্যক্রমের উদ্বোধন                    রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা                    খাগড়াছড়িতে বীর শহীদদের প্রতি আরাফাত রহমান কোকোর ক্রীড়া পরিষদের শ্রদ্ধাঞ্জলী                    সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের গ্রেড উন্নীতকরণের দাবীতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি                    পাহাড়ে খড়ের পরিবর্তে শুকনা কলা পাতায় মাশরুম চাষে সাফল্য                    লংগদুতে গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবক আটক                    পাহাড়ে হাতি ও মানুষরে দ্বন্দ্ব কমছে                    রাঙামাটিতে ৮৫ হাজার ৮৬০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে                    শিশুর যৌন নির্যাতনকারী দাদুকে আটক করেছে পুলিশ                    
 
ads

রাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রচারনার শেষ দিনে মেয়র প্রার্থীদের ব্যস্ত সময় অতিবাহিত

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2015   Monday

রাঙামাটি পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থীরা পৌর এলাকার বিভিন্ন স্থানে শেষ দিনে সোমবার প্রচারনা ও শো ডাউনের মধ্য দিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন।


এদিকে, রাঙামাটি পৌরসভা নির্বাচনে শেষ মহুর্তে ৫জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও আওয়ামীলীগ, বিএনপি ও আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াই হবে ত্রিমুখী।


উল্লেখ্য,রাঙামাটি পৌর সভায় মোট ভোটার রয়েছে ৫৮হাজার ৯১৬ জন(পুরুষ-৩২,১৮৬ ও মহিলা ২৬,৭৩০জন)। রাঙামাটি পৌর সভা নির্বাচনে এবারের ৭জন মেয়র প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করলেও আওয়ামীলীগের বিদ্রোহী দুই মেয়র প্রার্থী হাবিবুর রহমান ও অমর কুমার দে ইতোমধ্যে নির্বাচন থেকে সরে দাড়িঁছেন। বর্তমানে ৫জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন,আওয়ামীলীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী, বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ভূট্টো, জাতীয় পার্টির প্রার্থী ডাঃ শিব প্রসাদ মিশ্র,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডাঃ গঙ্গামানিক চাকমা ও বিএনপির বিদ্রোহী প্রার্থী রবিউল আলম রবি।


এদিকে প্রচারনার শেষ দিনে সোমবার মেয়র প্রার্থীদের শো ডাউন ও বিভিন্ন এলাকায় প্রচারনায় ব্যস্ত সময় অতিবাহিত করেছেন। আওয়ামীলীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কলেজ গেইট, রাজবাড়ী এলাকা, বনরুপার অলিফ মার্কেট,তবলছড়ি বাজার ও রিজার্ভ বাজার চৌমুহনী এলাকায় প্রচারনা চালিয়েছেন।

 

বিএনপির মেয়র প্রার্থী সাইফুল আলম চৌধুরী তার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পৌর এলাকা রিজার্ভ বাজার, পুরানবস্তি, ব্রাক্ষ্রণটিলা,ইসলামপুর ও তবলছড়ি বাজারে প্রাচরনা চালিয়েছেন।

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডাঃ গঙ্গামানিক চাকমা সর্মথকদের নিয়ে শহরের কালিন্দীপুর, ফরেষ্ট কলোনী, নার্সারী, হ্যাচারী ও ভেদেভেদী এলাকায় প্রচারনা চালিয়েছেন।

 

অন্যদিকে, নির্বাচন আর মাত্র এক দিন বাকী। শেষ মহূর্তে ভোটের হিসাব-নিকাশ চলছে। কে হচ্ছেন রাঙামাটির পৌর পিতা? ভোটারদের মতে, এবার এ পৌরসভা নির্বাচনে ৫জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে ত্রিমূখী। আওয়ামীলীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী (নৌকা), বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ভট্টো(ধানের শীষ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমতিরি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডাঃ গঙ্গামানিক চাকমার( নারিকেল গাছ) মধ্যে ত্রিমুখী লড়াই হবে।

 

এ তিন মেয়র প্রতিদ্বন্ধি প্রার্থী কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তবে ইতোমধ্যে আওয়ামীলীগের অন্যতম বিদ্রোহী প্রার্থী দুই-দু’বারের নির্বাচিত মেয়র হাবিবুর রহমান ও অপর বিদ্রোহী প্রার্থী অমর কুমার দে নির্বাচন থেকে সরে দাড়িঁয়েছেন।

 

এছাড়া জাতীয় পার্টি থেকে ডাঃ শিবপ্রসাদ মিশ্র-কে মেয়র প্রার্থী হিসেবে থাকলেও ভোটের মাঠে তার কোন প্রভাব নেই। বিএনপির বিদ্রোহী প্রার্থী রবিউল আলম এ পৌর সভার দুই-দু’বারের পৌর কাউন্সিলর ছিলেন। সে কারণে পৌর ভোটারদের কাছে তিনি বেশ পরিচিত। তাই তিনি কিছুটা ফ্যাক্টর হতে পারে বলে ধারনা করছেন ভোটাররা। 

 

ভোটারদের মতে,পাহাড়ের যে কোন নির্বাচনে ভোটের সমীকরণে পাহাড়ি-বাঙালি হিসাব-নিকেশ রয়েছে। অনেক সময় এ হিসাব দেশের বৃহৎ দলগুলোর ভূমিকাও গৌণ করে ফেলে।


রাঙামাটিতে ভোটের মাঠে যতই হিসাব-নিকাশ করা হোক না কেন-এ পৌরসভার নির্বাচনে কে মেয়র পদে বিজয়ী হবেন তা বলা মুশকিল। কারণ যে কোন মুহুর্তে নির্বাচনী হওয়া পাল্টাতে যেতে পারে। তাই বুধবার পর্ষন্ত ভোটের ফলাফলের অপেক্ষায় থাকতে হবে সবাইকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ