পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) ডাকে রোববার সকাল থেকে রাঙামাটি জেলায় শান্তিপূর্নভাবে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে।
রাঙামাটি পৌর নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের মেয়র প্রার্থীর কর্মী ও সমর্থকদের নজিরবিহীন জালভোট, কারচুপি,ভোট কেন্দ্র দখল,হামলা ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকার প্রতিবাদে এবং পার্বত্য চুক্তি বাস্তবায়নের চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এ অবরোধ কর্মসূচি আহ্বান করা হয়।
রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলাকালে দুরাপাল্লা ও অাভ্যন্তরীণ রুটের সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলা সদর থেকে কোন যাত্রী লঞ্চ অন্যান্য উপজেলার উদ্দেশ্য ছেড়ে যায়নি।
শহরের বনরুপাসহ কয়েকটি এলাকায় অবরোধ সমর্থনকারীদের কড়াকড়ি পিকেটিং করতে দেখা গেছে। আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপুর্ণ স্থানে পুলিশী টহল জোরদার করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.