পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ডাকে রাঙামাটিতে রোববার সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
গেল ৩০ ডিসেম্বর রাঙামাটি পৌর নির্বাচনে ক্ষমতাসীন দলের আওয়ামীলীগের মেয়র প্রার্থীর কমী ও সমর্থকদের ব্যাপক জালভোট, কারচুপি,হামলার অভিযোগে ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকার প্রতিবাদে এবং পার্বত্য চুক্তি বাস্তবায়নের চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে জেএসএস এ কর্মসূচির ডাক দেয়।
এদিকে, অবরোধ কর্মসূচি শেষে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে জেএসএস’র নেতৃবৃন্দ রাঙামাটি পৌরসভা নির্বাচনকে প্রহসনমুলক নির্বাচন উল্লেখ করে নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে অবিলম্বে পুনঃনির্বাচনের দাবী জানিয়েছেন।
অন্যথায় নির্বাচন কমিশন থেকে জেলায় যারা নির্বাচনে দায়িত্বে রয়েছে তাদের বিরুদ্ধে রাঙামাটি জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী করেন।
জেএসএস’র ডাকে রোববার সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালনকালে রাঙামাটি শহরের অভ্যন্তরীন ও দুর পাল্লার কোন যান চলাচল করেনি। নৌপথে জেলা শহর থেকে কোন লঞ্চ অন্যান্য উপজেলায় ছেড়ে যায়নি। সকাল থেকে শহরের বনরূপা, ভেদভেদী, নিউমার্কেট এলাকা, কল্যাণপুরসহ বিভিন্ন এলাকায় অবরোধকারীরা কড়াকড়ি পিকেটিং দেখা গেছে।
আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। দুপুরের দিকে ঘাগড়ার মগাছড়ি এলাকায় অবরোধ চলাকালীন একটি সিএনজি থেকে যাত্রী নামিয়ে দিয়ে ভাংচুরের চেষ্টা চালানো হয়। তবে পরে স্থানীয়ভাবে তার মীমাংসা করা হয়। এছাড়া অবরোধ চলাকালে জেলার কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবরা-খবর পাওয়া যায়নি।
এদিকে, অবরোধ শেষে বনরূপা পেট্রোল পাম্প চত্বর থেকে একটি বিক্ষোভ-মিছিল শুরু হয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশ করে। এতে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন জনসংহতি সমিতির নেতা উদয়ন ত্রিপুরা। এসময় জনসংহতি সমিতি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আহুত রাঙামাটি পার্বত্য জেলায় রোববারের সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলার সড়ক ও জলপথের সকল প্রকার যানবাহনের মালিক ও চালক সমিতি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট প্রশাসন, সাংবাদিকসহ সর্বস্তরের পাহাড়ি-বাঙালি জনগণকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি প্রেস বার্তায় দাবি করেন, বরকল উপজেলার জগন্নাথছড়া বিজিবি ক্যাম্পের সুবেদার আকরাম এবং কাপ্তাই উপজেলার রাইখালীতে ক্ষমতাসীন দলের কতিপয় সদস্য কর্তৃক জনসংহতি সমিতির সদস্যদের হুমকি-ধামকি ও অবরোধ ভাঙ্গার অপচেষ্টা ব্যতীত সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
কর্মসূচি চলাকালে জেলার সড়ক ও জলপথের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে এবং কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.