গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাঙামাটিতে জেলা বিএনপি সমাবেশ করেছে।
পুলিশী বেষ্টনিতে মধ্য দিয়ে জেলা বিএনপির কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি`র সভাপতি মোঃ শাহ আলম। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার, বিএনপি`র নেতা কর্নেল(অবঃ) মনিষ দেওয়ান,পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো ও জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মোঃ সায়েম প্রমুখ। এসময় জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে প্রস্তুত থাকার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.