• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে পরিকল্পিত বনায়ন কার্যক্রমের উদ্বোধন                    রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা                    খাগড়াছড়িতে বীর শহীদদের প্রতি আরাফাত রহমান কোকোর ক্রীড়া পরিষদের শ্রদ্ধাঞ্জলী                    সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের গ্রেড উন্নীতকরণের দাবীতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি                    পাহাড়ে খড়ের পরিবর্তে শুকনা কলা পাতায় মাশরুম চাষে সাফল্য                    লংগদুতে গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবক আটক                    পাহাড়ে হাতি ও মানুষরে দ্বন্দ্ব কমছে                    রাঙামাটিতে ৮৫ হাজার ৮৬০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে                    শিশুর যৌন নির্যাতনকারী দাদুকে আটক করেছে পুলিশ                    
 
ads

রাঙামাটি সরকারী কলেজে উদ্ভূত সমস্যা সমাধান না করে শ্রেনী কার্যক্রম শুরু করায় পিসিপি’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2016   Tuesday

রাঙামাটি সরকারী কলেজে সংঘটিত ঘটনার জের ধরে উদ্ভূত সমস্যা সমাধান না করে কলেজ কর্তৃপক্ষ একতরফাভাবে কলেজের শ্রেনী কার্যক্রম শুরু করায় তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে  পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)। পাশাপাশি পিসিপির পক্ষ থেকে কলেজের সৌহার্দ্যপূর্ন শিক্ষার পরিবেশ গড়ে না উঠা পর্যন্ত কলেজের শ্রেনী কার্যক্রম বন্ধ রাখা দাবী জানানো হয়েছে।

 

মঙ্গলবার পিসিপি’র রাঙামাটি কলেজ শাখার সাধারন সম্পাদক নিতীষ চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় দাবী করা হয়, মিথ্যা মামলা প্রত্যাহার, কলেজের সুষ্ঠু শিক্ষা পরিবেশ গড়ে তোলা, ছাত্রছাত্রীদের নিরাপত্তার দাবীতে কলেজে পাহাড়ী ছাত্র পরিষদের আহুত প্রতিবাদ কর্মসূচির প্রেক্ষিতে  মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক এক সভা আহ্বান করে।  সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা জামান  পিসিপি’র প্রতিনিধিত্বের সাথে সমস্যা সমাধানের জন্য সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ন আলোচনার পরিবর্তে উদ্ধ্যত ভাষা ব্যবহার করে কলেজের শ্রেনী কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ  দিয়েছেন। সভায় ছাত্রলীগের কোন প্রতিনিধিও উপস্থিত ছিলেন না। পিসিপি’র পরিষদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার লক্ষ্যে এ সভা আয়োজন করা হয় বলে প্রেস বার্তায় দাবী করা হয়েছে।

 

প্রেস বার্তায় আরও বলা হয়, কলেজের উদ্ভূত সমস্যা সমাধানের লক্ষ্যে গত বছর ৭ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক, ছাত্র সংগঠনের প্রতিনিধি, সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে সভা  অনুষ্ঠিত হয়। এতে ছাত্রলীগ কর্তৃক জুম্ম ছাত্রদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা বিষয়ে সাত দিনের মধ্যে সমাধান করার জন্য ছাত্রলীগকে সময় দেয়া হলেও ছাত্রলীগের তরফ থেকে কোন ইতিবাচক পদক্ষেপ নেয়নি। এতে কোন সমাধান না হওয়া সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ একতরফাভাবে গত ৩০ জানুয়ারী থেকে কলেজের শ্রেণী কার্যক্রম শুরু করে।

 

প্রেস বার্তায় উক্ত সমস্যা সমাধান না করে কলেজের শ্রেনী কার্যক্রম শুরু করার ফলে যে কোন সময় আরো সমস্যা বা সংঘাত দেখা দিতে পারে অথবা উক্ত ঘটনার জেরে ছাত্রলীগ কর্তৃক জুম্ম ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় নিরীহ ছাত্রছাত্রীরা ধরপাকড়ের শিকার হতে পারে বলে আশংকা প্রকাশ করা হয়। 

 

প্রেস বার্তায় উদ্ভূত সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত, জুম্ম ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া তথা কলেজে সৌহার্দ্যপূর্ন শিক্ষার পরিবেশ গড়ে না উঠা পর্যন্ত কলেজের শ্রেনী কার্যক্রম বন্ধ রাখা এবং উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতিতে শ্রেনী কার্যক্রমে অংশগ্রহণ না করার জন্য  সকল ছাত্রছাত্রীদের আহ্বান জানানো হয়েছে।

 

অন্যথায়  মিথ্যা মামলা প্রত্যাহার না করে, কলেজে সুষ্ঠু শিক্ষা পরিবেশ ও ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত না করে কলেজের শ্রেনী কার্যক্রম অব্যাহত রাখা হলে উদ্ভুত যে কোন পরিস্থিতির জন্য কলেজ কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন দায়ী থাকবে  বলে হুশিয়ারী উচ্চারণ করা হয় প্রেস বার্তায়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ