সেন্তান ও স্ত্রীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে রাঙাামাটির কাউখালী উপজেলায় বাসি মং মারমা (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার রাতে উপজেলার কলমপতি ইউনিয়নের বড়ইছড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের বাসিন্দা চাথোয়াই প্রু মারমার ছেলে বাসি মং মারমার বিয়ে হয় এক বছর আগে। কয়েকদিন আগে তার স্ত্রীর প্রসবের সময় তাদের প্রথম সন্তান মারা যায়। তার এক সপ্তাহ পর মারা যায় তার স্ত্রী। এতে শোক সইতে না পেরে বুধবার রাতে নিজ বাড়ির একটি আমগাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বাসি মং। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কাউখালী থানার এসআই বিপ্লব বড়ুয়া জানান, এ ব্যাপারে কাউখালী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.