রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী-যুবলীগের সাংগঠনিক সম্পাদক থুইপ্রু মার্মা (আকাশ) এর ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার প্রতিবাদ সমাবেশ করা হয়।
উপজেলা আওয়ামীলীগের অফিস কক্ষে প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি অংশে প্রু মার্মা (বেলাল)। অন্যান্যর মধ্যে ব্যক্ত রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, সিনিয়র সহ-সভাপতি অংচাখই মার্মা, সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী, সহ-সভাপতি সুকুমার দাশ, সাধারণ সম্পাদক এস.এম সাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ কর্মকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা, উপজেলা কৃষকলীগের সভাপতি অমর চক্রবর্তী, (টেবলু), উপজেলা যুবলীগের সহ-সভাপতি অংশি প্রু মার্মা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উষামং মার্মা ও বিলাইছড়ি ইউপি যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্রিয়জয় তঞ্চঙ্গ্যা প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বাবলু রানা।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, শুক্রবার রাতে জেএসএস এর অঙ্গসংগঠন পিসিপির একদল সদস্য হঠাৎ উপজেলা আওয়ামী যুবলীগ নেতা থুই প্রু মার্মার উপর নিজ গ্রামে অতর্কিতে হামলা চালায়। বক্তারা এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.