রাঙামাটির লংগদুর রাজনগর এলাকায় হাতির আক্রমণে আব্দুস সালাম (৪৫) নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে ।
লংগদু থানার ওসি মোমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে আব্দুস সালাম রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা থেকে পাশ্ববর্তী লংগদু উপজেলায় রাজনগর এলাকার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতেই তিনি বাড়ি ফেরার পথে হাতির আক্রমণের শিকার হয়ে মারা যান। স্থানীয়রা তার লাশ উদ্ধার করেছেন বলে জেনেছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.