বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের আমতলী ধুইল্যা পাড়ায় হাতির আক্রমণে পৃষ্ট হয়ে মেহেরুন্নেছা (১৪) নামক অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
একই সময়ে হাতির আক্রমনে নিহত স্কুল ছাত্রীর মা আমিনা বেগম (৩৫) ও বোন তাপিয়া আক্তার (৭) গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে পাশ্ববর্তী লোহাগাড়া উপজেলার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, লামা উপজেলার সরই ইউনিয়নের আমতলী ধুইল্যা পাড়ার আমতলী এলাকায় শনিবার গভীর রাতে ১০থেকে ১২ টি বন্য হাতির দল লোকালয়ে আক্রমন চালায়। হাতির আক্রমনে ৪টি বসত বাড়ি বিধ্বস্থ হয়। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মৃত ইলিয়াছ সওদাগরের বাড়িতে আক্রমন চালালে কিছু বুঝে ওঠার আগেই স্কুল ছাত্রী মেহেরুন্নেছা নিহত হয়। একই সময়ে হাতির আক্রমনে মা আমিনা বেগম ও বোন তাপিয়া আক্তার আহত হন। তাদের পাশ্ববর্তী লোহাগাড়া উপজেলার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রোববার বিকালে নিহত স্কুল ছাত্রীর লাশ দাফন করা হয়েছে। বর্তমানে হাতির দল আমতলি এলাকায় অবস্থান করছে। এতে জনসাধারনের মাঝে হাতির আক্রমনের আশংকায় আতঙ্ক বিরাজ করছে।
লামা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন হাতির আক্রমনে নিহত ও আহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.