রাঙামাটিতে এক যুবলীগ নেতাকে সাময়িক বহিস্কার করেছে সংগঠনটির জেলা কমিটি। বহিস্কৃত মো. ইকবাল জেলার কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি বলে নিশ্চিত করেছেন জেলা কমিটির সভাপতি নুর মোহাম্মদ কাজল।
সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করে নুর মোহাম্মদ কাজল বলেন, দলীয় শৃংখলাভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুন্ন করার দায়ে রোববার অনুষ্ঠিত এক জরুরি সভায় মো. ইকবালকে সংগঠনের গঠনতন্ত্রের ২২ (ক) ধারা মোতাবেক সাময়িকভাবে বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তিনি জানান, মো. ইকবালের বিরুদ্ধে লিখিত ও মৌখিক অভিযোগ পাওয়ার পর তার সত্যতা যাচাইয়ে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা কমিটি। তদন্ত কমিটি যথাসময়ে সরেজমিন তদন্ত শেষে সত্যতা নিশ্চিত করে একটি প্রতিবেদন পেশ করে। প্রতিবেদনে মো. ইকবালকে সাময়িকভাবে বহিস্কারের সুপারিশ করায় তাকে এ বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.