পার্বত্য ভূমি কমিশনের সংশোধনী আইন বাতিলের দাবীতে বৃহস্পতিবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।
পার্বত্য ভূমি কমিশনের সংশোধনী আইন বাতিলের দাবীতে জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে আয়োজিত সমাবেশে সমাবেশে বক্তব্যে রাখেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা সাব্বির, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি ইব্রাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।এর আগে একটি বিক্ষোভ-মিছিল পৌরসভা প্রাঙ্গন থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ নেতৃবৃন্দ মন্ত্রী সভায় পাস হওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন সংশোধনী আইন বাতিলের দাবী জানান। একই দাবীতে আগামী ১০ আগস্ট তিন পার্বত্য জেলায় ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালনের জন্য আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.