• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ডিজিটাইজেশন হলে পার্বত্যাঞ্চলে ভূমি ব্যবস্থাপনা সমাধান সহজ হবে-পার্বত্য উপদেষ্টা                    ডাকসু নবনির্বাচিত জিএস ফরহাদ রাঙামাটিরই আলোকিত সন্তান                    ভিপি সাদিক খাগড়াছড়িতে বেড়ে উঠা এক আলোকিত তরুন                    রাবিপ্রবিতে ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনার                    আশিকা দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা                    রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম                    পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন                    বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ                    রাঙামাটিতে কলা গাছের আঁশের স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও উদ্বোধন                    রাঙামাটিতে পুষ্টি পরিষেবার ঘাটতি পূরণে জন্য স্থানীয় লাইন বিভাগের সাথে সভা                    রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ                    রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার                    রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    ভ্যান্ডর তালিকাভুক্তিকরণ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    
 
ads

রাঙামাটিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলনা বিতরণ ও লাইব্রেরী গঠন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2016   Monday

সোমবার রাঙামাটিতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে ইমপ্রেস গ্রুপের খেলনা বিতরণ ও খেলনা লাইব্রেরী গঠন কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। 

 

ইমপ্রেস গ্রুপের একটি নিজস্ব সংস্থা খেলনা ব্যাংকের উদ্যোগে কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী। রাঙামাটির ৩টি স্কুৃলে শিশুদের মাঝে খেলনা বিতরণকালে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, দৈনিক গিরিদর্পণের সম্পাদক একেএম মকছুদ আহমদ খেলনা ব্যাংকের প্রোগ্রাম অফিসার মেহেদী হাসান, রিফাত কামাল, চ্যানেল আইয়ের রাঙামাটি জেলা প্রতিনিধি মনসুর আহম্মেদ,রাঙামাটি শিশু পরিবারের পরিচালক রপনা চাকমা, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারন সম্পাদক নুরুল আবচার,কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউল আলম, তরুণ সমাজকর্মী সুজন বড়–য়া, রিপণ ত্রিপুরা বাবু ও সোহানা প্রমূখ।


অনুষ্ঠানে খেলনা ব্যাংকের পক্ষ থেকে কার্যক্রমের প্রথম দিনে রাঙামাটি শিশু পরিবার, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে খেলনা বিতরণ করা হয় এবং প্রতিটি স্কুলে শিশুদের খেলাধূলার ব্যবস্থা নিশ্চিত করতে স্থায়ী খেলনা কর্ণার তৈরী করে দেওয়া হয়।


এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী বলেন,প্রাথমিক বিদ্যালয় হচ্ছে শিশুদের সঠিকভাবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রাথমিক স্তর থেকেই শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি ও মনযোগী করে গড়ে তোলার পরিবেশ তৈরী করতে হবে। আর শিশুদের সেভাবে গড়ে তুলতে সারা বাংলাদেশে খেলনা ব্যাংক যেভাবে কাজ করে যাচ্ছে তা দেশের কল্যাণে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে।


তিনি আরো বলেন, শিশুদের মেধা বিকাশে লেখা পড়ার পাশাপাশি খেলাধূলার কোন বিকল্প নেই। তাই সেভাবে শিশুদের গড়ে তুলতে বিভিন্ন সংস্থার পাশাপাশি সমাজের সকল সচেতন মানুষকে ও এগিয়ে আসতে হবে।


দৈনিক গিরিদর্পণ সম্পাদক সাংবাদিক একেএম মকছুদ আহমদ বলেন,এখানে লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধূলার প্রতি আগ্রহী করতে খেলনা ব্যাংক যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন শিশুরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিশুদেও লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের পাশাপাশি স্কুলের শিক্ষকদেরকে ও এগিয়ে আসতে হবে।


খেলনা ব্যাংকের কর্মসূচি কর্মকর্তা মেহেদি হাসান ও রিফাত কামাল বলেন, পার্বত্য জেলা রাঙামাটির কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে খেলনা ব্যাংকের উদ্যোগে শিশুদের মাঝে খেলনা বিরতণ ও ¯কুলে খেলানা জোন করতে গিয়ে আমরা রাঙ্গামাটির প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে সাড়া পেয়েছি তাতে আমরা অভিভূত। খেলনা ব্যাংকের কর্মকর্তারা বলেন, ভবিষ্যতে পার্বত্য এলাকার স্কুলগুলোতে যাতে খেলনা ব্যাংকের কার্যক্রম বাড়ানো যায় তার উদ্যোগ নেয়া হবে।

 

উল্লেখ্য, খেলনা ব্যাংক হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশ ডেভেলপমেন্ট নামের একটি বেসরকারি সংগঠনের কার্যক্রম। রাজধানীর তেজগাঁও এলাকায় খেলনা ব্যাংক ইমপ্রেস গ্রুপের আওতাধীন সংগঠনটি সারাবাংলাদেশে কাজ করছে বিগত প্রায় এক বছর ধরে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ