• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী শুরু হচ্ছে রাজ বনবিহারে ৪৯তম কঠিন চীবর দান                    রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম হরিণায় বিজিবির মানবিক সহায়তা                    বিলাইছড়িতে প্রকল্প পরিদর্শনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক                    বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ডিপিও                    বিলাইছড়িতে ২২ লিটার মদসহ আটক ১                    কাপ্তাই হ্রদ খননে পরিকল্পনা নেওয়া হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা                    রাঙামাটির বিএফডিসির বেহাল অবস্থায় দেখে হতাশা প্রকাশ মৎস্য উপদেষ্টার                    জুরাছড়ির ধামাইপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন                    কাউখালীতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় নিহত ১: আহত ১                    ইইউ’র অর্থায়নে বিলাইছড়িতে নগদ অর্থ সহায়তা পেল ১৭৯ পরিবার                    ৮৬ দিন পর ভেসে উঠল রাঙামাটির পর্যটনের ঝুলন্ত সেতু                    রাঙামাটিতে প্রধান শিক্ষককের বিদায় সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা প্রদান                    রাঙামাটিতে বিরল প্রজাতির গোপালী বুনো হাতি শাবকের মৃত্যু                    চাকমা ও মারমা ভাষার পাঠ্যপুস্তকে নিজস্ব লিপিতেই প্রকাশের দাবি ২৪ বিশিষ্ট নাগরিকের                    বিলাইছড়ি বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু                    রাঙামাটিতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ                    জুরাছড়ি বরকলক শান্তিদান বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত                    রাঙামাটি জেলা পরিষদের সদস্য দুমদুম্যায় কমিউনিটি ক্লিনিক পরির্দশন                    খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত ১০                    রাঙামাটিতে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর আত্নহত্যা                    বিশ্ব খাদ্য দিবসে বিলাইছড়িতে হিল ফ্লাওয়ারের আলোচনা সভা                    
 
ads

ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে রাঙামাটির পর্যটন প্রস্তুুত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2016   Saturday
রাঙামাটি পর্যটনের ঝুলন্ত সেতু।

রাঙামাটি পর্যটনের ঝুলন্ত সেতু।

দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবার পবিত্র ঈদ-উল-আযহার ঈদের লম্বা ছূটিতে রাঙামাটি পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ঢল নামার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে রাঙামাটি শহরের হোটেল-মোটেলের অধিকাংশই রুম বকুড হয়ে গেছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমন পিপাসু পর্যটকরা ইটপাথুরের শহর ও যান্ত্রিকতার ক্লান্তি দূর করতে প্রতি বছর প্রকৃতির রাণী রাঙামাটির অপরুপ সৌন্দর্য্য উপভোগ করতে ছুটে আসেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক বিরাজ করায় এবার ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নামার সম্ভাবনা রয়েছে।

 

ইতোমধ্যে রাঙামাটি শহরের হোটেল-মোটেলের অধিকাংশই রুম বকুড হয়ে গেছে। এর মধ্যে রাঙামাটি সরকারী পর্যটন মোটেলের আগামী ১১সেপ্টেম্বর থেকে ১৬সেপ্টেম্বর পর্ষন্ত সব রুম অগ্রিম বুকড রয়েছে। অপর অন্যতম বেসরকারী হোটেল সুপিয়ায় ইতোমধ্যে অধিংকাশই রুম বুকড হয়ে গেছে। এখন শুধু পর্যটকদের বরণ করে নেওয়ার পালা।


রাঙামাটি পর্যটনের আকর্যনীয় স্পটের মধ্যে রয়েছে ঝুলন্ত ব্রীজ, সুভলং ঝর্ণা, কাপ্তাই হ্রদ, ডিসি বাংলো, পুলিশের পলওয়েল পর্যটন, রাজবন বিহার,চাকমা রাজ বাড়ি, বালুখালী কৃষি খামার, টুক টুক ইকোভিলেজসহ আদিবাসী শান্ত সবুজ গ্রাম ও তাদের জীবনযাত্রা। এছাড়া বর্তমানে এ বর্ষা মৌসুমে রাঙামাটির প্রকৃতি নতুন রুপে সেজেসে। শুভলং ঝর্না তার পুরনো রুপ ফিরে পেয়েছে। তাই সবমিলিয়ে পর্যটকরা আত্বীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধবদের সাথে নিয়ে এবার রাঙামাটির প্রকৃতির সৌন্দর্য্য অপন মনে উপভোগ করতে পারবেন।


হোটেল ডি মারিয়ার ম্যানেজার মোঃ শাহজাহান জানান, ঈদের লম্বা ছুটিতে তার হোটেলের বুকিং ভাল রয়েছে। তবে সরকারী সহযোগিতায় আরো নতুন নতুন পর্যটন স্পট গড়ে উঠলে তাহলে রাঙামাটিতে পর্যটকের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেতো।


শাইনিং হিল গেষ্ট হাউসের ম্যানেজার বাবুল দাশ বলেন, এক সপ্তাহ আগে তার গেষ্ট হাউসের সব রুম বুকড হয়েছে। অনেকে রুম চাচ্ছেন কিন্তু বকিং নেওয়া সম্ভব হচ্ছে না।


হোটেল সুপিয়ার ম্যানেজার জাহাঙ্গীর হাসান জানান, এবার ঈদের ছুটিতে তার হোটেলের অধিকাংশ রুম বুকড হয়েছে। এ হোটেলের পর্যটকদের জন্য নিরাপত্তাসহ যাবতীয় সুযোগ-সুবিধা রয়েছে।


রাঙামাটি সরকারী পর্যটন কমপ্লেক্স-এর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মোঃ ফরহাদ বলেন, ঈদের ছুটিতে বেড়াতে আসা পর্যটকরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন সেজন্য পর্যটন স্পটগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্তা নেওয়া হয়েছে।


রাঙামাটি সরকারী পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন,রাঙামাটি সরকারী পর্যটন মোটেলের আগামী ১১ সেপ্টেম্বর থেকে ১৬সেপ্টেম্বর সব রুম অগ্রিম বুকড হয়েছে। ঈদের ছুটির দিনে আবহাওয়া ভাল থাকরে রাঙামাটিতে আশানুরুপ পর্যটক আসার সম্ভাবনা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ