রাঙামাটির কাউখালী বেতবুনিয়ায় পৃথক দুটি স্থান থেকে পাচারকালে ফেন্সিডিল ও চোলাই মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ইদ্রিছ(৩২), সিএনজি চালক ইব্রাহিম (২৬) ও জাহাঙ্গীর আলম (৩৪)।
পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের কাউখালী গোদারপাড় চেকপোস্টে সিএনজি চট্টগ্রাম থ-১২-৪৩৬৯ তল্লাশি করে ২৭ বোতল ফেন্সিডিলসহ ইদ্রিছ ও ইব্রাহিমকে আটক করা হয়। এছাড়া শনিবার বিকালে বেতবুনিয়ার গুইয়াতল এলাকা থেকে দুটি বস্তায় ভর্তি ৪০ লিটার চোলাই মদসহ জাহাঙ্গীরকে আটক করা হয়।
আটক ইদ্রিছ হাটহাজারী উপজেলার পশ্চিম দেওয়ান নগর সদ্ধীপ পাড়ার সুলতান আহম্মদের ছেলে এবং সিএনজি চালক ইব্রাহিম একই উপজেলার মেখইল্যাঘোনার আব্দুল মান্নানের ছেলে। জাহাঙ্গীর আলম রাঙ্গুনীয়া উপজেলার মধ্যম পারুয়া এলাকার মৃত মোঃ হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে তারা মাদক পাচারের জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে পুলিশের কাছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীলু কান্তি বড়–য়া জানান- তাদের বিরুদ্ধে কাউখালী থানায় মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.