রাঙামাটির নানিয়রারচর উপজেলার কুকুরমারা এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে মঙ্গলবার তিনটি কার্তুজসহ ১টিদেশীয় তৈরী অস্ত্র(এলজি), চাদাঁর রশীদ বইসহ এক ব্যক্তিকে আটক করেছে।
আটক ব্যক্তির নাম আনন্দ চাকমা (৪৮)। তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালার বোয়ালখালী এলাকার বাসিন্দা মনোরঞ্জন চাকমার ছেলে বলে জানা গেছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার ভোর রাতে রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার কুকুরমারা নামক দুর্গম এলাকায় নানিয়ারচর জোনের সেনা সদস্যরা গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনন্দ চাকমাকে আটক করে। এসময় তার কাছ থেকে তিনটি কার্তুজসহ একটি দেশীয় এলজি বন্দুক, তিনটি মোবাইল ফোন সেট, চাঁদার রশীদ বই ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আটক আনন্দ চাকমাকে রাঙামাটি রিজিয়নে নিয়ে আসার পর মঙ্গগলবার দুপুরে পুলিশে সোপর্দ করা হয়। আনন্দ চাকমা দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি করে আসছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.