• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
হত্যা, চাঁদাবাজি, হামলার প্রতিবাদে রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে এসএসসিতে এবার জিপিএ-৫ বেড়েছে                    ঋতুপর্নার চাকমার মাকে ক্যান্সার চিকিৎসায় রাঙামাটি জেলা পরিষদের তিন লক্ষ টাকা সহায়তা                    ১৭ বছর ধরে উন্নয়নের নামে ভাঁওতাবাজির করা হয়েছে-রুহুল কবীর রিজভি                    রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে পরিকল্পিত বনায়ন কার্যক্রমের উদ্বোধন                    রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা                    খাগড়াছড়িতে বীর শহীদদের প্রতি আরাফাত রহমান কোকোর ক্রীড়া পরিষদের শ্রদ্ধাঞ্জলী                    সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের গ্রেড উন্নীতকরণের দাবীতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি                    পাহাড়ে খড়ের পরিবর্তে শুকনা কলা পাতায় মাশরুম চাষে সাফল্য                    
 
ads

ভূক্তভোগীদের দাবী
লামার বমু বিলছড়ির দাদন ব্যবসায়ীর চড়া সুদের চাপে পড়ে অনেক নিরীহ লোকজন এলাকা ছাড়া!

Published: 21 Dec 2016   Wednesday

চর্তুদিকে লামা উপজেলা বেষ্টিত। কক্সবাজার জেলা থেকে বিচ্ছিন্ন ছিটমহল খ্যাত চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়ন। মাতামুহুরী নদী ও বমু খালের কুলে গড়ে ওঠা বিলছড়ি এলাকাটি একটি প্রাচীন জনপদ।

 

চকরিয়া উপজেলা সদর থেকে দূরবর্তী হওয়ায় বরাবরই স্বাভাবিক উন্নয়ন থেকে বঞ্চিত এই ইউনিয়নের জনসাধারণ। নেই কোন সরকারী-বেসরকারী ব্যাংক ও পুলিশ স্টেশন। এই দূর্গমতাকে সুযোগ হিসেবে গ্রহণ করে চড়া সুদের দাদন ব্যবসা করে সাধারণ মানুষকে জিম্মি করেছে চি‎িহ্নত কয়েকজন সুদখোর মহাজন। 

 

গজালিয়া ইউনিয়নের গতিরাম পাড়ার নকুল চন্দ্র ত্রিপুরা, হানিচরণ ত্রিপুরা, বুড়ি ঝিরি গ্রামের মোঃ ইউনুচ, মোঃ সেলিম, বদু ছড়া এলাকার রাজন ত্রিপুরা, আকিরাম পাড়া গ্রামের জীবাদুর ত্রিপুরা, বমু পাদুখোলা গ্রামের জহির আলমসহ অনেকে এসব তথ্য জানান।


তারা অভিযোগ করে জানান,বমু ইউনিয়নের ৭নং ওয়ার্ড ফইজ্জাখোলা এলাকার গুরা মিয়ার ছেলে মোঃ রফিক এর চড়া সুদে দাদন এবং মহাজনী কারবারের কারণে ৫থেকে ৬শত লোক সর্বশান্ত। চড়া সুদের কারবার করে মোঃ রফিক বর্তমানে ৫ থেকে ৬ কোটি টাকার মালিক। বর্তমানে এই ৫ থেকে ৬ কোটি টাকা এলাকায় দাদন হিসেবে লাগিয়ত করে মহাজনী ব্যবসা দেদারছে চালিয়ে যাচ্ছে।

 

এলাকার সহজ সরল লোকদের আর্থিক দূর্বলতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে ব্ল্যাঙ্ক স্ট্যাম্প নিয়ে দাদনের টাকা প্রদান করে। লোকজন গ্রহণকৃত টাকা ফেরত দিলেও তাদের নিকট হতে গ্রহণকৃত স্ট্যাম্প ফেরত দেন না। সুযোগ বুঝে স্ট্যাম্পে মনগড়া টাকার অংক বসিয়ে এবং ক্ষেত্রমতে জায়গা জমি ক্রয় বিক্রয় ও বন্ধক দলীল লিখে নীরহ লোকদেরকে হয়রানী করে আসছে। বর্তমানে তার নিকট ৫শতাধিক ব্ল্যাঙ্ক স্ট্যাম্প রয়েছে বলে ভুক্তভোগী লোকজনেরা দাবী করেছেন।


গজালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আকিরাম পাড়ার জীবাদুর(৫৫) বলেন, মোঃ রফিক থেকে আমি ৫০ হাজার টাকা নিয়েছিলাম। এর বিপরীতে আমাকে ১লক্ষ ৩৫ হাজার টাকা দিতে হয়েছিল। টাকা দিতে দেরী হওয়ায় আমার বিরুদ্ধে লামা থানায় মামলা দিয়ে আমাকে হয়রানী করেন।


গজালিয়া ইউনিয়নের বদু ছড়া এলাকার রাজন ত্রিপুরা(৫৬) বলেন, আমি মোঃ রফিক থেকে ৮ মাস আগে ১লক্ষ টাকা নিয়েছি। প্রতি মাসে ৫ হাজার টাকা সুদ দিতে হয়। ইতিমধ্যে ৪০ হাজার টাকা সুদ দিয়েছি।


বুড়ি ঝিরি এলাকার মোঃ ইউনুচ (৪০) জানায়, আমি ব্যবসা করতে সুদের উপর ১ লক্ষ নিয়েছিলাম। ব্যবসায় লোকসান হওয়ার পরেও আমি রফিকের টাকা ১বছরের মধ্যে ফেরত প্রদান করি। কিন্তু সে ১ বছরের সুদ ৬০ হাজার টাকার জন্য আমাকে মারধর করার হুমকী দিচ্ছেন। লামা বাজার গেলে আমার হাত-পা ভেঙ্গে দেবেন হুমকি দিয়েছেন। আমাকে এখন তার হুমকির কারণে পালিয়ে বেড়াতে হচ্ছে।


বুড়ি ঝিরি গ্রামের মোঃ সেলিমের স্ত্রী ইয়াছমিন (২১) আক্তার বলেন, আমার স্বামী বিদেশ যাওয়ার ব্যাপারে মোঃ রফিক থেকে ২০১৩ সালে ২ লক্ষ টাকা নিয়েছিলাম। ২ লাখ টাকার সুদ বছরে ৬০ হাজার টাকা। ১ বছরে ৬০ হাজার টাকা সুদ প্রদান করেছি। আরো ১ লক্ষ ২০ হাজার টাকা সুদের দাবীতে মোঃ রফিক আমার নিকট থেকে জোর পূর্বক ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছেন।


অভিযোগের বিষয়ে মোঃ রফিক সাংবাদিককে বলেন, মানুষ বিপদে পড়লে আমি টাকা প্রদান করি।


বমু বিলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল মতলব মুঠোফোনে জানান,মোঃ রফিক সুদি ব্যবসা করেন।


চকরিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান জানান,জনগণকে হয়রানী করার বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ