মঙ্গলবার গুইমারার বুদুংপাড়া এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়িগামী শান্তি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১১ জন যাত্রী আহত হয়েছে। তার মধ্যে ১জনের অবস্থা আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল ৯ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসে খাগড়াছড়িগামী শান্তি পরিবহণ (ঢাকা মেট্টো-ব-১১-০৬৩১) বুদুংপাড়া এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত হয় মারিশ্যার জোনাকী চাকমা (৪০),সেলিনা আক্তার (৩০), সূভাষ দাশ (৩৫), ডা: জয়নাল আবেদীন আরো ৭ জন।
আহতদের মধ্যে আশংকা জনক হওয়ায় আব্দুল গণী (৫৪) কে মাটিরাঙ্গায় স্বাস্থ্য কমপে¬ক্স হতে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়। তার বাড়ী খাগড়াছড়ির শব্দমিয়া পাড়ায়। দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেন, গুইমারা থানার অফিসার ইনচার্জ জুবায়েরুল হক।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.