শুক্রবার রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের মহালছড়ি উপজেলার ক্যাংড়াছড়ি এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
জানা যায়, শুক্রবার সকালের দিকে শান্তি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস খাগড়াছড়ি থেকে রাঙামাটির উদ্দেশ্য যাচ্ছিল। এসময় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের মহালছড়ি উপজেলার ক্যাংড়াছড়ি এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ের সাথে ধাক্কা দেয়।
এতে বাসটি সাথে সাথে বাসটি উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে গেলে কমপক্ষে ১৫জন যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে আহতদের খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে আহত ৪ জন যাত্রীকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হলে ৩জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল লতিফের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থলটি মহালছড়ি থানায় পড়েছে। তবে দুর্ঘটনায় আহত হলেও কেউ মারা যাননি বলে খবর পাওয়া গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.