বান্দরবানের লামার দূর্গম নাইক্ষ্যংমুখ এলাকায় সোমবার বিকাল ৩টায় প্রায় দুই ঘন্টা ধরে সেনাবহিনীর সাথে গোলাগুলির বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ১ সন্ত্রাসী নিহত ও ২ শিশু আহত হয়েছে। তবে নিহত সন্ত্রাসীর নাম জানা না গেলেও আহত দুই শিশুর নাম জানা গেছে। তারা হল মাংপ্রেন মুরুং (৮) ও দুই নোম মুরুং (৭)। তাদের চট্টগ্রামমেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লামার রুপসীপাড়া ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার চামচিং মুরুং জানান, সোমবার বিকাল ৩টার দিকে রুপসীপাড়া সেনা ক্যাম্পের একটি নিয়মিত টহল দল নাইক্ষ্যংমুখ এলাকায় যায়। সেখানে পৌঁছালে নাইক্ষ্যংমুখে পূর্বে অবস্থানরত ১৫থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে সেনাবহিনীও পাল্টা গুলি চালায়। এতে এক সন্ত্রাসী নিহত হয়। তবে তার নাম জানা যায়নি ও নিহত ব্যক্তি কোন গ্রুপের সদস্য তা জানা যায়নি। গোলাগুলির সময় নাইক্ষ্যং মুখ এলাকার পার্শ্ববর্তী আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার পালট মুরুং এর ছেলে মাং প্রেন ও নাইক্ষ্যং মুখের ব্লু মেম্বার পাড়ার মেন আই মুরুং এর ছেলে দুই নোং মুরুং গুলিবিদ্ধ হয়। এসময় আহত দুই শিশু খেলা খেলছিল।
খবর পেয়ে লামা সাব জোন থেকে আরও একটি সেনা দল ঘটনাস্থলে ছুটে যায় বলে জানান লামা সাব জোনের দায়িত্বরত ল্যাফট্যানেন্ট রাশেদ। বর্তমানে সেনাবাহিনী ঘটনাস্থলটি ঘিরে রেখেছে।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত ডা: বিলকিছ আরা জান্নাত জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় রূপসীপাড়া নাইক্ষ্যংমুখ এলাকা থেকে দুই শিশুকে নিয়ে আসা হয়। তাদের মধ্যে থেকে মাংপ্রেন মুরুং এর বুকে গুলিবিদ্ধ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামমেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.