• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ডাকসু নবনির্বাচিত জিএস ফরহাদ রাঙামাটিরই আলোকিত সন্তান                    ভিপি সাদিক খাগড়াছড়িতে বেড়ে উঠা এক আলোকিত তরুন                    রাবিপ্রবিতে ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনার                    আশিকা দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা                    রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম                    পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন                    বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ                    রাঙামাটিতে কলা গাছের আঁশের স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও উদ্বোধন                    রাঙামাটিতে পুষ্টি পরিষেবার ঘাটতি পূরণে জন্য স্থানীয় লাইন বিভাগের সাথে সভা                    রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ                    রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার                    রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    ভ্যান্ডর তালিকাভুক্তিকরণ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    
 
ads

লামায় এক পোষ্টম্যানের বিরুদ্ধে অভিযোগ
২০ টাকা দিলে মিলছে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রবেশ পত্র!

Published: 23 Mar 2018   Friday

লামার পোষ্ট অফিসের এক পোষ্টম্যানের বিরুদ্ধে সহকারী শিক্ষক পদের লিখিত পরীক্ষার প্রবেশ বিলির বিপরীতে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। গেল ২০,২১ ও ২২ মার্চ তিন দিনে প্রায় ৮শত পরীক্ষার্থীর কাছ থেকে অফিস খরচের নাম দিয়ে সর্ব নিন্ম ২০ টাকা থেকে এক শত টাকা পর্যন্ত টাকা আদায় করা হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। 

 

তবে লামা পোষ্ট অফিসের পোষ্টম্যান বিদ্যাচরণ চৌধুরী এসব অস্বীকার করে দাবী করেছেন পত্র বিলি করতে গিয়ে কারোর কাছ থেকে কোন টাকা নেননি।

 

উল্লেখ্য,আগামী ৬ এপ্রিল বান্দরবান পার্বত্য জেলা পরিষদের শিক্ষা বিভাগের অধীনে সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

 

লামা উপজেলা পোষ্ট অফিস সূত্রে জানা গেছে, গেল ২০,২১ ও ২২ মার্চ তিন দিনে প্রায় ৯শতটি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রবেশ পত্র এসেছে। বৃহস্প্রতিবার পর্যন্ত ৮শতটি প্রবেশ পত্র বিলি হয়ে গেছে।


প্রবেশ পত্র নিতে আসে মংসাই মার্মা, মোঃ মিজান, উক্য হাই মার্মা, হ্লাথোয়াইংগ্য মার্মা, মংয়েই চাই মার্মা, উছাইসে মার্মাসহ প্রায় দুশতাধিক পরীক্ষার্থী। এদের মধ্যে কয়েকজন টাকা দিতে না পারায় তাদের লিখিত পরীক্ষার প্রবেশ পত্র না দিয়ে ফেরত দেয়। পরে তারা টাকা সংগ্রহ করে টাকা দিয়ে পোষ্ট অফিস থেকে বিকালে প্রবেশ পত্র সংগ্রহ করেন বলে তারা জানান।


ফাঁসিয়াখালী ইউনিয়নের দূর্গম গ্রাম ইয়াংছা বড়পাড়ার বাসিন্দা চামাচিং মার্মা অভিযোগ করেছেন, তিনটি প্রবেশ পত্র বাবদ ১শত ৫০টাকা দিতে হয়েছে।  কেয়চিং থোয়াই মার্মা, মংথোয়াইনু মার্মা, নুংক্যমং মার্মা, মংচিহ্লা মার্মাসহ আরো ১৫ জন অভিযোগ করেছেন টাকা দিয়ে পোষ্ট অফিস থেকে প্রবেশ পত্র সংগ্রহ করেছেন। এর আগেপ্রবেশ পত্র নিতে গিয়ে ফেরত যেতে হয়েছে।


২০ টাকা দিয়ে প্রবেশপত্র গ্রহন করেছেন এমনই একজন মংসাই মার্মা। তিনি জানান, তার প্রবেশ পত্র সংগ্রহ করতে বৃৃহস্প্রতিবার দুপুর প্রায় সাড়ে ১১টার সময় লামা পোষ্ট অফিসে যান। তখন দেখেন দেড়শত থেকে দু`শতাধিকের প্রবেশ পত্র গ্রহন করতে ছেলে-মেয়ে পোষ্ট অফিসে ভিড় করেছেন। তার প্রবেশ পত্রটি নিতে প্রায়  দু`ঘন্টার মতো সময় লেগেছে।


প্রবেশ পত্র দেয়ার পাওয়ার আগে পোষ্টম্যান বিদ্যাচরণ চৌধুরী ২০টাকা দিতে দাবী করেন বলেন অভিযোগ করে তিনি আরো জানান, তাকে পোষ্টম্যান বলেন অফিসের খরচের জন্য সবার কাছ থেকে ২০টাকা থেকে ১শত টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। তাই ২০টাকা দিতে হবে। পরে পোষ্টমেনকে ২০টাকা দিয়ে প্রবেশ পত্র সংগ্রহ করেন তিনি।


টাকা নেওয়ার বিষয়ে লামা পোষ্ট অফিসের পোষ্টম্যান বিদ্যাচরণ চৌধুরীর কাছ থেকে জানতে চাইলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রবেশ পত্র বিলি করতে গিয়ে তিনি কারোর কাছ থেকে কোন টাকা-পয়সা নেননি।


লামা উপজেলা পোষ্ট মাষ্টার মোঃ সিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, টাকা নেয়ার অভিযোগটি কয়েকজনের কাছ থেকে শুনেছেন। অফিস খরচের জন্য টাকা নেয়ার বিধান নেই।


বান্দরবানের পোষ্ট অফিস পরিদর্শক(প্রশাসন) মোঃ সেলিমের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, প্রবেশ পত্র বিলির জন্য কোন টাকা নেয়ার বিধান নেই। তবে নিয়ে থাকলে অপরাধ করেছে। এ বিষয়ে অফিস রোববার খুললে কিছু একটা করা যায় কিনা দেখা যাবে বলে তিনি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ