• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
অপহরণের আট দিন পর কাউখালীতে পোলট্রি খামারী মামুনের বস্তাবন্দি দ্বিখন্ডিত লাশ উদ্ধার                    পার্বত্য চুক্তির পর সেনাবাহিনী নিরবিচ্ছিন্নভাবে পার্বত্যাঞ্চলের শান্তি ও উন্নয়নে কাজ করে যাচ্ছে                    নানান আয়োজনে রাবিপ্রবির প্রতিষ্ঠা বার্ষিকী পালন                    বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দু’জনসহ ৩ ম্রো নারীর মৃত্যু                    রাঙামাটিতে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু                    হত্যা, চাঁদাবাজি, হামলার প্রতিবাদে রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে এসএসসিতে এবার জিপিএ-৫ বেড়েছে                    ঋতুপর্নার চাকমার মাকে ক্যান্সার চিকিৎসায় রাঙামাটি জেলা পরিষদের তিন লক্ষ টাকা সহায়তা                    ১৭ বছর ধরে উন্নয়নের নামে ভাঁওতাবাজির করা হয়েছে-রুহুল কবীর রিজভি                    রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    
 
ads

শত বর্ষে পা দিলো খাগড়াছড়ির প্রাচীন কমলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Mar 2015   Friday

শত বর্ষে পা দিয়েছে খাগড়াছড়ি জেলার সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কমলছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়।  শুক্রবার এ উপলক্সে শতবর্ষ পূর্তি স্মরণোৎসব ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

উল্লেখ্য, এ বিদ্যালয় থেকে প্রাথমিক স্তর পাশ করা অনেক ছাত্র/ছাত্রী এখন শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, হাইকমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন পদে দেশে এবং বিদেশে সুনামের সহিত চাকুরী করছে। এ বিদ্যালয়ের ছাত্র সুদীপ্ত চাকমা দক্ষিন কোরিয়ায় হাইকমিশনার-ভুমিত্র চাকমা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজ করছে। 

 

আলো ছড়ানো এ বিদ্যালয়টির শতবর্ষপুর্তি পালন উপলক্ষে  শুক্রবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি সংসদ সদস্য কুজন্দ্রে রাল ত্রিপুরা এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.শক্তিমান চাকমা, মেজর শরিফুল আলম, সাবেক অধ্যক্ষ ড.সুধীন কুমার চাকমা, সাবেক যুগ্ম-সচিব উক্যজেন মারমা, অধ্যাপক মধুমঙ্গল চাকমা, সহকারী পুলিশ সুপার সরোয়ার আলম এবং বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি কীর্তিময় চাকমা। এসময় প্রীতি মেলায় আশ-পাশের ২০ গ্রামের কয়েক হাজার এলাকাবাসী আনন্দের সহিত যোগদান করেন।

 

অনুষ্ঠানে বক্তারা  বলেন, আলো ছড়ানো বিদ্যালয়ের অনেকে এখন দেশে-বিদেশে সুনামের সহিত চাকুরী করছে। আশে-পাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। শিক্ষার আলো ঘরে ঘরে পৌছে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

প্রসঙ্গতঃ খাগড়াছড়ির সদরের চেংগী নদীর তীরে অবস্থিত কমলছড়ি গ্রামের গোড়াপত্তন ১৮৫০ সালের দিকে হলেও গ্রামে ছিল না কোন শিক্ষা প্রতিষ্ঠান। কমলছড়ি এলাকার প্রথাগত মৌজা প্রধান চন্দ্রবান চাকমা শিক্ষার গুরুত্ব অনুধাবন করে ১৯১৫ সালে সুপ্রাচিন গ্রামটিতে স্থাপন করে প্রাথমিক বিদ্যালয়টি।  আলো ছড়ানো এই শিক্ষা প্রতিষ্ঠানে লেখা পড়া করা ছাত্র সুদীপ্ত চাকমা ওরফে সুমিত্র চাকমা বর্তমানে দক্ষিন কোরিয়ায় বাংলাদেশ হাই কমিশনের হাইকমিশনার হিসেবে কাজ করছে। ভুমিত্র চাকমা নামে আরেক ছাত্র এখন যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এছাড়াও রয়েছে জেলার সুনাম সৃষ্টি করা অনেক অধ্যাপক, চিকিৎসক ও ইঞ্জিনিয়ার। ২০১৪ইং সালে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঝে কমলছড়ি মুখ সরকারী প্রাথমিক বিদ্যালয় ফলাফলে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ