• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    
 
ads

শত বর্ষে পা দিলো খাগড়াছড়ির প্রাচীন কমলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Mar 2015   Friday

শত বর্ষে পা দিয়েছে খাগড়াছড়ি জেলার সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কমলছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়।  শুক্রবার এ উপলক্সে শতবর্ষ পূর্তি স্মরণোৎসব ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

উল্লেখ্য, এ বিদ্যালয় থেকে প্রাথমিক স্তর পাশ করা অনেক ছাত্র/ছাত্রী এখন শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, হাইকমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন পদে দেশে এবং বিদেশে সুনামের সহিত চাকুরী করছে। এ বিদ্যালয়ের ছাত্র সুদীপ্ত চাকমা দক্ষিন কোরিয়ায় হাইকমিশনার-ভুমিত্র চাকমা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজ করছে। 

 

আলো ছড়ানো এ বিদ্যালয়টির শতবর্ষপুর্তি পালন উপলক্ষে  শুক্রবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি সংসদ সদস্য কুজন্দ্রে রাল ত্রিপুরা এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.শক্তিমান চাকমা, মেজর শরিফুল আলম, সাবেক অধ্যক্ষ ড.সুধীন কুমার চাকমা, সাবেক যুগ্ম-সচিব উক্যজেন মারমা, অধ্যাপক মধুমঙ্গল চাকমা, সহকারী পুলিশ সুপার সরোয়ার আলম এবং বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি কীর্তিময় চাকমা। এসময় প্রীতি মেলায় আশ-পাশের ২০ গ্রামের কয়েক হাজার এলাকাবাসী আনন্দের সহিত যোগদান করেন।

 

অনুষ্ঠানে বক্তারা  বলেন, আলো ছড়ানো বিদ্যালয়ের অনেকে এখন দেশে-বিদেশে সুনামের সহিত চাকুরী করছে। আশে-পাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। শিক্ষার আলো ঘরে ঘরে পৌছে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

প্রসঙ্গতঃ খাগড়াছড়ির সদরের চেংগী নদীর তীরে অবস্থিত কমলছড়ি গ্রামের গোড়াপত্তন ১৮৫০ সালের দিকে হলেও গ্রামে ছিল না কোন শিক্ষা প্রতিষ্ঠান। কমলছড়ি এলাকার প্রথাগত মৌজা প্রধান চন্দ্রবান চাকমা শিক্ষার গুরুত্ব অনুধাবন করে ১৯১৫ সালে সুপ্রাচিন গ্রামটিতে স্থাপন করে প্রাথমিক বিদ্যালয়টি।  আলো ছড়ানো এই শিক্ষা প্রতিষ্ঠানে লেখা পড়া করা ছাত্র সুদীপ্ত চাকমা ওরফে সুমিত্র চাকমা বর্তমানে দক্ষিন কোরিয়ায় বাংলাদেশ হাই কমিশনের হাইকমিশনার হিসেবে কাজ করছে। ভুমিত্র চাকমা নামে আরেক ছাত্র এখন যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এছাড়াও রয়েছে জেলার সুনাম সৃষ্টি করা অনেক অধ্যাপক, চিকিৎসক ও ইঞ্জিনিয়ার। ২০১৪ইং সালে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঝে কমলছড়ি মুখ সরকারী প্রাথমিক বিদ্যালয় ফলাফলে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ