বিএনপির কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক সালাহ উদ্দিন আহম্মেদের মুক্তির দাবীতে সোমবার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা ছাত্র দল।
রাঙামাটি ক্ষুদ্র ও কুটির শিল্প কার্যালয় সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন,জসিম উদ্দিন,সোহরাব হোসেন শামীম,ইমরান চৌধুরী সুজন, ও পৌর ছাত্রদলের সভাপতি মোঃ ফারুক আহম্মদ সাব্বির প্রমূখ।
এর আগে একটি জটিকা মিছিল জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর ক্ষুদ্র ও কুটির শিল্প কার্যালয় সামনে গিয়েশেষ হয়। জটিকা মিছিলে নেতৃত্বদেন জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সহ সভাপতি ছোটন চাকমা, সাংগঠনিক সম্পাদক মো.জসিম উদ্দিন ও রাঙামাটি সরকারী কলেজ ছাত্র দলের সভাপতি ইমরান চৌধুরী সুজন।
সমাবেশে বক্তারা,বিএনপির কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক সালাহ উদ্দিন আহম্মেদের মুক্তি ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতারী পরোয়ানা ,তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.