পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসুন, এ শ্লোগানের মধ্যে দিয়ে রাঙামাটির বরকল উপজেলা হিল উইমেন্স ফেডারেশনের ৪র্থতম শাখা সম্মেলন শুক্রবার সম্পন্ন হয়েছে।
মাষ্টার পাড়া এলাকার মাঠে রিনা চাকমার সভাপতিত্বে ও থানা পিসিপির সাধারণ সম্পাদক পুলিন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অথিতি ছিলেন জনসংহতি সমিতির বরকল থানা কমিটির সভাপতি উৎপল চাকমা। এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা জেএসএস থানা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সমর বিকাশ চাকমা সহ সাধারণ সম্পাদক পুলিন চাকমা হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিমিতা চাকমা পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সদস্য স¤্রাটসুর চাকমা হিল উইমেন্স ফেডারেশনের ষ্টাফ সদস্য আশিকা চাকমা ও পিসিপির থানা শাখার সাংগঠনিক সম্পাদক লক্ষীমন চাকমা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ নারী অধিকার প্রতিষ্ঠা ও পার্বত্যঞ্চলের নারীদের উপর সহিংসতা রোধে সরকারের প্রতি আহবান জানান।
আলোচনা সভা শেষে সুপ্রীতি চাকমাকে সভাপতি রিনা চাকমাকে সম্পাদক ও গনিতা চাকমাকে সাংগঠনিক সম্পাদক ও সাধনা চাকমাকে অর্থ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নব গঠিত বরকল হিল উইমেন্স ফেডারেশন কমিটি গঠিত হয়। নব গঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রিমিতা চাকমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.