রাঙামাটির কাউখালীতে শুক্রবার পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) চতুর্থ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কংচাই চাকমাকে সভাপতি,মংলাকে সাধারন সম্পাদক, কসুমকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক নিকন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটি উন্নয়নের নামে পাহাড়িদের ভূমি বেদখল,নারী,শিশু নির্যাতন ও ধর্ষনের বিরুদ্ধে ছাত্র সমাজ চোচ্চার হোন এই শ্লোগানকে সামনে রেখে পানছড়ি উচ্চ বিদ্যালয় হল রুমে পিসিপি কাউখালী ৪র্থ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে কাউন্সিলে কংচাই মারমার সভাপতিত্তে সুজু চাকমা উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মংলা মারমা আরও বক্তব্য রাখেন ইউপিডিএফ এর কাউকালী সমন্নয়ক কালো প্রিয় চাকমা, পিসিপি কেন্দ্রীয় তথ্য প্রচার সম্পাদক বিপুল চাকমা,রাংগামাটি জেলা শাখা সম্পাদক অনিল চাকমা, প্রাত্তন ছাত্র নেতা রূপম মারমা এবং চট্রগ্রাম প্রতিনিধি রমেশ চাকমা। বক্তব্যর পর পিসিপির কেন্দ্রীয় কমিটি তথ্য প্রচার সম্পাদক বিপুল চাকমা এবং শপথ বাক্য পাঠ করান পিসিপির রাংগামাটি জেলা সম্পাদক অনিল চাকমা। অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন পিসিপির থানা শাখা তথ্য প্রচার সম্পাদক জোনাকি চাকমা ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
কাউন্সিলে নতুন কমিটি কংচাই চাকমাকে সভাপতি,মংলাকে সম্পাদক, কসুমকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সময় একটি প্রচার মিছিল করা হয়। মিছিলটি কচুখালী খেলোয়ার সমিটি মাঠ থেকে শুরু হয়ে উপজেলা প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে মিলিত হয়ে সমাপ্তি করা হয়।
কাউন্সিলে বক্তারা পাবর্ত্য চট্টগ্রাম ভূমি বেদখল, নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে চোচ্চার হওয়ার আহব্বান জানান। বক্তারা রাঙামাটিতে মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চালুর বিরুদ্ধে তীব্র সমালোচনা প্রতিবাদ জানান এবং দীঘিনালায় ৫১বিজিবি ব্যাটালিয়ন অন্যত্র সরিয়ে নেয়ার জোর দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.