রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ নবনিযুক্ত সদস্য রেমলিয়ানা পাংখোয়াকে বিলাইছড়ি উপজেলার শাখা আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি ও জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।
বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি সুকুমার চক্রবর্ত্তী, যুগ্ন- সম্পাদক চাথোয়াই মারমা, সাধারন সম্পাদক শেখ শাহীদুল ইসলাম, যুগ্ন: সম্পাদক শুভাশীষ কর্মকার, দপ্তর সম্পাদক প্রদীপ দাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমাসহ বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংঠনের নের্তৃবৃন্দ।
অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তরা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ শাখার সংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়াকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হিসেবে নিযুক্ত করায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ কমিটির সভাপতি দীপংকর তালুকদারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সংবর্ধিত অতিথি ও নব-নিযুক্ত জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া স্থানীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়নের কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং তাঁর উপর অর্পিত দায়িত¦ পালনে যাতে সুষ্ঠ, ও যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য সকলের কাছে আন্তরিক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.