রোববার নানা কর্মসূচীর মাধ্যমে খাগড়াছড়িতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
তোমার নেতৃত্বে পেয়েছি ফিরে অধিকার, তোমার নেতৃত্বে তাই স্বপ্ন দেখি বারবার তুমি আধুনিক, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ- এই স্লোগানে র্যালীটি জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শহরের গুরুত্বপুর্ন সড়ক হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু ভাস্কর্যে গিয়ে পুষ্প অর্পণ এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহেদুল আলম, নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী, মংক্যচিং চৌধুরী এবং জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ১৯৭৫ সালে ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধু ও তার সপরিবারকে যারা হত্যা করেছে ঘাতকদের গ্রেপ্তারের শাস্তির দাবি জানান ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.