রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সিজক এলাকায় রোববার বিজিবির সদস্যরা ১টি দেশীয় তৈরী বন্দুক(এলজি) উদ্ধার করেছে।
জানা গেছে, রোববার উপজেলার সাজেক ইউনিয়নের সিজক এলাকায় বিজিরি সুবেদার মহসিনের নেতৃত্বে নিয়মিত একটি টহল দল যাচ্ছিল। এ সময় একদল সন্ত্রাসী বিজিবির টহল দলকে দেখার সাথে সাথে এলজি ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবির সদ্যরা এলজি উদ্ধার করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.