খাগড়াছড়ির দুর্গম লক্ষীছড়ি উপজেলার হাজাছড়ি এলাকায় সন্ত্রাসীদের হামলায় অংসিহ্লা মারমা(২৫) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সকালে ৯টার দিকে এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার হাজাছড়ি এলাকা থেকে লক্ষীছড়ি সদরে যাওয়ার পথে আগে থেকে ওৎপেতে থাকা ৫/৭জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসীা অংসিহ্লা মারমা মোটর সাইকেল যোগে হাজাছড়ি এলাকায় পৌঁছলে তাকে গতিরোধ করে। এতে সন্ত্রারসীরা গুলি করার পর পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লাশ ময়রাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত অংসিহ্লা ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক ও শিলাছড়ি গ্রামের মংথুইচাই মারমার ছেলে।
লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, নিহত ব্যক্তিকে দুর্বৃত্তরা প্রথমে গুলি ও পরে এলোপাতারী ধারালো অস্ত্রে কুপিয়ে গুরুতর জখম করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.