পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের(পিবিসিপি) ডাকে খাগড়াছড়ি-চট্টগ্রাম রুটে রাববার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। জেলার মানিকছড়ির আব্দুল মতিন হত্যাকান্ডের সাথে জড়িত দের গ্রেফতার ও বিচারের দাবীতে এ অবরোধ পালিত হয়।
পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকে রোববার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে সকল প্রকার দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। অবরোধের সময় সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন স্থানে পিকেটিং করে। অবরোধ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রেস বার্তায় বাঙ্গালী ছাত্র পরিষদ নেতৃবৃন্দ অবিলম্বে এ হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতারের জোর দাবী জানানা। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনে ডাক দেয়া হবে।
উল্লেখ্য,২ সেপ্টেম্বর রাতে মানিকছড়ির আব্দুল মতিন (৬০) হত্যা করে এক দুর্বৃত্তরা। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের স্থানীয় প্রশাসন দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও গ্রেফতার করতে সক্ষম না হওয়ায় ২৯ সেপ্টেম্বর মানিকছড়ি উপজেলায় এক মানব বন্ধনের মাধ্যমে প্রশাসনকে ৯৬ ঘন্টার সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল বলে প্রেস বার্তায় বলা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.