শুক্রবার রাঙামাটির বিলাইছড়ি উপজেলা সদরে কাপ্তাই লেকের পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে বিলাইছড়ি উপজেলা সদরের কলোনী ঘাটে গোসল করতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পানিতে ডুবে যান জনি চাকমা (৪০)। আশপাশে থাকা লোকজন তাকে পানি থেকে উদ্ধার করে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মৃতদেহ তার নিজ বাড়ি জুরাছড়ি নিয়ে যাওয়া হয়। তিনি জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের বহেরাছড়ি গ্রামের কিরনচন্দ্র চাকমার ছেলে। তিনি বাঘাইছড়ি উপজেলা মৎস্য অফিসের অফিস সহায়ক ছিলেন। তার স্ত্রী ব্র্যাক (ক্রেডিট প্রোগ্রাম) বিলাইছড়ি অফিসে কর্মরত।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.