• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    
 
ads

কাউখালীতে আটক আয়ুব আলীর মুক্তির দাবীতে এলাকাবাসীর ও পরিবারের সংবাদ সন্মেলন

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Nov 2015   Saturday

গ্রেফতারকৃত আয়ুব আলীর মুক্তির দাবী ও ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার প্রতিবাদে শনিবার রাঙামাটির কাউখালীতে এলাকাবাসীর ও পরিবারের পক্ষ থেকে সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।

কাউখালী প্রেস ক্লাবে আয়োজত সংবাদ সন্মেলনে গ্রেফতারকৃত আয়ুব আলীর বৃদ্ধ বাবা খন্দকার সুরুজ মিয়া, আয়ুব আলীর মাতা ফাতেমা বেগম, আয়ুব আলীর স্ত্রী আছমা বেগম, আয়ুব আলীর  দুই ছেলেন নাদিম (১১) আর নাহিদ (১৫), প্রতিবেশি মুক্তিযোদ্ধা বাহার মিয়া, ষাটোর্ধ প্রতিবেশি রফিকুল ইসলাম ও ইদ্রিস আলী, চাঁন মিয়, প্রতিবেশি মরিয়ম বেগম,সেলিনা বেগম।

সংবাদ সন্মেলনে আয়ুব আলীর বৃদ্ধ বাবা খন্দকার সুরুজ মিয়া (৭৫) অভিযোগ করেন, চার্জশিট দেয়ার আগে পুলিশ কারো সাথেই কথা বলেনি, এমনকি সাক্ষ্যও নেয়নি। প্রতিবেশি পাহাড়িরা জমির দখল নিতে ষড়যন্ত্র করে আয়ুব আলীকে মিথ্যা মামলায় ফাসিয়ে দেওয়া হয়েছে দাবী করে তিনি মামলার পুনঃতদন্তসহ আয়ুব আলীর মুক্তি দাবী জানান।

আয়ুব আলীর স্ত্রী আছমা বেগম বলেন, দুই একর খাস জমিতে গামারি, সেগুন বাগানসহ হলুদ চাষ করে আসছেন আট বছর ধরে। ঘটনার দিন তার স্বামীর সাথে বাগান গিয়ে কাজ শেষে ফিরেছিল। অথচ বিকাল চারটার দিকে ঘর থেকে দোকানে যাওয়ার পথে পুলিশ তাকে রাস্তায় গ্রেফতার করেছে।  তিনি আরও বলেন,গত ১১ মাস ধরে তার তিন ছেলেকে নিয়ে খুব অভাবে কষ্টে দিনযাপন করছেন। ছেলেদের লেখাপড়াও বন্ধ হয়ে গেছে। ঋণের কিস্তি চালাতে পারছেন না, তাকে লোকজন বিরক্তসহ গালমন্দ করে।  বাগানের হলুদ ও গাছ চুরি হয়ে যাচ্ছে। তিনি তার স্বামীর মুক্তির দাবী জানান। 

 অপরাধ করে মানুষ ঘরে থাকে না, পালিয়ে যেতো। থানায় মেয়েটি আসামীকে শনাক্ত করেনি দাবী করে আছমা জানান,ঘটনার দিন মেয়েটির সাথে থাকা লাল গেঞ্জি পড়া ছেলেটির ওই গেঞ্জিটি পরের দিন থেকে ছেঁড়া অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। অথচ এর কারণ খুঁজেনি পুলিশ।

কান্নায় ভেঙে পাড়া আয়ুব আলীর বিমাতা ফাতেমা বেগম (৫৫) বলেন, এমন ভালো ছেলের মা হওয়া গর্বের। তিনি তার ছেলেকে নির্দোষ দাবী করে মুক্তির দাবী জানান।

প্রতিবেশি মুক্তিযোদ্ধা বাহার মিয়া ও চাঁন মিয়া বলেন, ঘটনার নিরপেক্ষ পুনঃতদন্ত হলেই আসল ঘটনা বেরিয়ে আসবে। আয়ুব আলীকে ছোট বেলা থেকেই দেখে আসছেন। আয়ুব কখনো কোন অপরাধে জড়িত ছিল না।  জায়গা-সম্পত্তি নিয়েই তাকে  মিথ্যাাভাবে মামলায় জড়ানো হয়েছে।

ষাটোর্ধ প্রতিবেশি রফিকুল ইসলাম ও ইদ্রিস আলী (৭০) বলেন, বাগানই কাল হয়েছে আয়ুব আলীর। এভাবে মিথ্যা মামলায় একটি অসহায় পরিবারকে নিঃস্ব করার কোন মানেই হয় না। বঙ্গটিলা এলাকাটি স্থানীয় বাঙালীরা বিভিন্ন বাগান করে আসছে। এসব জমি নিজেদের দখলে নিতে মরিয়া একটি চিহ্নিত মহল সবাইকে“বার্তা” দিতেই এধরনের মিথ্যা মামলা করানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারী কাউখালী উপজেলার কাশখালী বঙ্গটিলা এলাকার অংশি প্রু মারমা নিজের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে কাউখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করেন। এ অভিযোগ পুলিশ আইয়ুব আলীকে আটক করে পুলিশ। মামলাটি বর্তমানে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জজ আদালতে বিচারাধীন রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

                

ads
ads
আর্কাইভ