মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে রোববার রাঙামাটি পৌর সভা নির্বাচনে ৪৮ জন সাধারন কাউন্সিলর প্রার্থীর মধ্যে থেকে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন ২ নং ওয়ার্ডের রতন দেব এবং ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসের খান।
জেলা প্রশাসন কার্যালয় সন্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও রিটার্নি কর্মকর্তা মোঃ মোস্তফা জামান দুই কাউন্সিলর প্রার্থী তথ্যগত দ্রুতি থাকায় মনোনয়নপত্র বাতিল বলে ঘোষনা করেন।
এসময় জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন, রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রির্টার্নি কর্মকর্তা বলেন, ৪৮ জন কাউন্সিলর প্রার্থীও মধ্যে ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রতন দেব-এর আয়কর সনদে দ্রুতি থাকায় এবং ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসের খান ব্যাংক ঋণ থাকায় ও সর্বশেষ শিক্ষাগত সনদ জমা না দেয়ায় মনোনয়পত্র বাতিল বলে গণ্য করা হয়েছে।
এর আগে শনিবার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে মেয়র প্রার্থী মুজিবুর রহমান দীপু ও মহিলা কাউন্সিলর প্রার্থী শ্যামলী ত্রিপুরা ও আয়েশা আক্তারের মনোনয়নপত্রে দ্রুতি থাকায় বাতিল করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.