রাঙামাটির জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার জেলা পরিষদ বিশ্রামগার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদ্দুল মতিন। জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি প্রবর্তক চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা জোতির্ময় (কেরল) দীপক দেওয়ান, জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, চারু বিকাশ চাকমা ও ছাত্রলীগ নেতা রিকো চাকমা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের জন্য নিজের ও পরিবারের জীবন দিয়েছিলেন আর দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের সব কিছু উজাড় করে দিয়ে এদেশকে বিশ্বব্যাপী সুখ্যাতি এনে দিয়েছেন।
বক্তরা আরও বলেন, আজ বাংলাদেশের মানচিত্র বড় হচ্ছে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার চেষ্টায়। বক্তরা জননেত্রী শেখ হাসিনার রুপকল্প ২০২১ সালে দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.