• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ডাকসু নবনির্বাচিত জিএস ফরহাদ রাঙামাটিরই আলোকিত সন্তান                    ভিপি সাদিক খাগড়াছড়িতে বেড়ে উঠা এক আলোকিত তরুন                    রাবিপ্রবিতে ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনার                    আশিকা দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা                    রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম                    পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন                    বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ                    রাঙামাটিতে কলা গাছের আঁশের স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও উদ্বোধন                    রাঙামাটিতে পুষ্টি পরিষেবার ঘাটতি পূরণে জন্য স্থানীয় লাইন বিভাগের সাথে সভা                    রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ                    রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার                    রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    ভ্যান্ডর তালিকাভুক্তিকরণ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    
 
ads

বরকলের যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রে মহাসংঘদানের আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2016   Wednesday

রাঙামাটির বরকল উপজেলার যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রে মহাসংঘদানের আয়োজন করা হয়। 

 

মঙ্গলবার যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র প্রাঙ্গনে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে ধর্মদেশনা দেন বনভান্তের প্রধান শিষ্য নন্দপাল মহাস্থবির।

 

এসময় বরকল উপজেলার লতিবাশছড়া বন বিহারের অধ্যক্ষ শুভবর্দ্ধন মহাস্থবির, দিঘীনালার বটতলী ধুতাঙ্গটিলা বন বিহারের অধ্যক্ষ দেবধাম্মা মহাস্থবির, যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ কল্যাণ জ্যোতি স্থবির, ভারতের বুদ্ধগয়া বন বিহারের আবাসিক ভিক্ষুসংঘ, শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরের সদ্ধর্ম প্রচারের সহযোগী ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন।

 

উপাসক-উপাসিকাদের মধ্যে যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির উপদেষ্টা পুরেন্দ্র চাকমা, মহালছড়ি জনতা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি পুর্ণচক্র চাকমা, যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি বিহারী চাকমা, সহ-সভাপতি দয়াল কৃঞ্চ চাকমা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রূপক চাকমা (যুবক্যা) সহ-সাধারণ সম্পাদক নতুন ধন চাকমা, অর্থ সম্পাদক বাসক্ষী চাকমা, বরকলক জনহিতকর বন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরুন চাকমা, জহরলাল চাকমা, প্রদীপ চাকমা, ভারতের আগরতলা সদ্ধর্ম বন বিহারের উপাসিকা শীলা চাকমা, দিঘীনালা বন বিহারের উপাসিকা গোলাপী চাকমা, স্থানীয় পানছড়ি গ্রামের মুরুব্বী সভ্যশশী চাকমা, হাজাছড়া গ্রামের বীর কুমার চাকমা, মোন আদাম গ্রামের মুরুব্বী হিরণ কুমার চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ধর্মীয় এ অনুষ্ঠানে ত্রিশরণসহ পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমুর্তি দান, মহাসংঘদান, অষ্ট পরিষ্কারদান, হাজার প্রদীপ দানসহ বিভিন্ন দানানুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা, লংগদু উপজেলার কাট্টলী, বরকল উপজেলার সুবলং, বরকলের ফালিটাঙ্যাচুগ এলাকাবাসী, খাগড়াছড়ির দিঘীনালা এবং ভারতের আগরতলাসহ বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী অংশ নেয়।


বনভান্তের প্রধান শিষ্য নন্দপাল মহাস্থবির বলেন, জরা-ব্যাধি-মৃত্যু, শোক বিলাপ প্রভৃতি দুঃখে পরিপুর্ণ এই সংসার। জীবনে প্রতিনিয়ত মৃত্যুর চিন্তা। মৃত্যুর হাত থেকে কারোর রক্ষা নেই। জ্ঞানী মরে, ধ্যানী মরে, ব্রহ্মচারীও মরে। সবাইকে একদিন মরতে হয়। এই জগতে এমন কোন স্থান নেই যেখানে মৃত্যু হয় না।

 

তথাগত ভগবান বুদ্ধ নির্বাণ আবিষ্কার করে মৃত্যুর মধ্যে থেকেই অমৃতের সন্ধান দিয়েছেন। দুঃখ নিরোধ নির্বাণ আবিষ্কার করে প্রাণীগণকে জন্ম-জরা,ব্যাধি ও মৃত্যু থেকে মুক্তির পথ দেখিয়ে গেছেন। মঙ্গলবার যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রে অনুষ্ঠিত মহাসংঘদান অনুষ্ঠানে বনভান্তের প্রধান শিষ্য নন্দপাল মহাস্থবির এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, মানব জীবন খুবই দুর্লভ। দেব-ব্রহ্মাদের থেকেও মানুষের জীবন অত্যন্ত মুল্যবান। মানুষ হয়ে জন্মগ্রহণ করলে বুদ্ধের শিক্ষা, দান, শীল, ভাবনা চর্চা করে নির্বাণ সাক্ষাৎ সম্ভব হয়। অন্য কোনো প্রাণীর পক্ষে তা সম্ভব হয় না। তাই দুর্লভ মানব জীবন সঠিকভাবে কাজে লাগাতে হলে সবাইকে বুদ্ধের শিক্ষায় শিক্ষিত হয়ে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে জ্ঞানের পথে অমৃতের সন্ধান করতে হবে।

 

এদিকে যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রে নির্মাণাধীন তিনতলা বিশিষ্ট বুদ্ধ মন্দিরটির নির্মাণ কাজ দ্রুত সম্পাদনের জন্য বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন কয়েকশ মানুষ নির্মাণ সামগ্রী নিয়ে বিহারে আসছেন।

 

যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি বিহারী চাকমা জানান, চলতি জানুয়ারি মাসের ১১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রে প্রতিদিন সার্বজনীন সংঘদান, অষ্ট পরিষ্কার দানসহ বিহার উন্নয়নমুলক কার্যক্রম চলবে। শ্রীমৎ নন্দপাল মহাস্থবির প্রতিদিন পুণ্যার্থীদের মাঝে সর্দ্ধম দেশনা প্রদান করবেন।

অপরদিকে, আগামী ৩০ জানুয়ারি সাধনানন্দ মহাস্থবির বনভান্তের পরিনির্বাণ বার্ষিকী উপলক্ষে যমচুগে বিভিন্ন কর্মসুচী হাতে নেয়া হয়েছে এবং যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য্য সহকারে বনভান্তের পরিনির্বাণ দিবস পালন করা হবে। অনুষ্ঠানে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে অংশ গ্রহণ করার আহবান জানিয়েছেন যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রূপক চাকমা (যুবক্যা)।

 

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে যে সকল শাখা বন বিহার রয়েছে সে সকল শাখা বন বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রের অনুষ্ঠিতব্য বনভান্তের পরিনির্বাণ বার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ