• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পরিবেশ রক্ষায় বরকলে আনসার ও ভিডিপি সদস্যদের ৭২০০ গাছ রোপণ                    বরকলে ছোট হরিণা জোনের উদ্যোগে সহায়তা প্রদান                    হিজাছড়ি আর্যরত্ন বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত                    ধর্ম্মোদয় বৌদ্ধ বিহারে ৪০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত                    জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করারসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবী                    নানিয়ারচরে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই ইউপিডিএফ সদস্য আটক                    পাহাড়ে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যপূর্ন সম্পর্ক ও উন্নয়ন চাই-পার্বত্য উপদেষ্টা                    সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রামে এক সাথে থাকতে চাই-পার্বত্য উপদেষ্টা                    সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন                    রাঙামাটিতে কঠিন চীবর দানোৎসবে নিরাপত্তায় থাকবে আইন-শৃংখলা সেনাবাহিনী                    নানিয়ারচরে নৌকা ডুবিতে নিখোজ দুই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার                    লংগদুতে ঝড়ে নৌকা ডুবে মা ও দু্ই ছেলের মৃত্যু                    বিলাইছড়িতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জোন কমান্ডার                    ইউপিডিএফের অস্ত্রধারীদের এদেশ থেকে বিতাড়িত করা হবে-ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক                    খাগড়াছড়ির সহিংসতা ঘটনায় রাঙামাটির এনসিপির নিন্দা ও প্রতিবাদ                    গুইমারায় নিহত ৩জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর,১৪৪ ধারা বলবৎ                    রাঙামাটিতে রাজনৈতিক,ধর্মীয়,সামাজিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়                    খাগড়াছড়ির উদ্ভূতপরিস্থিতি মোকাবেলায় পাহাড়ি-বাঙ্গালীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান-পার্বত্য উপদেষ্টা                    পাহাড়ে ফুটবলে বড় আসর ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    শুক্রবার পর্দা উঠছে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট                    খাগড়াছড়িতে জুম্ম শিক্ষার্থীকে ধর্ষনের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    
 
ads

কাপ্তাইয়ে কর্মশালায় বক্তারা
তুলা চাষ করে পার্বত্যাঞ্চলের মানুষ সহজেই সাবলম্বী হয়ে উঠতে পারে

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2016   Wednesday

পার্বত্য এলাকায় তুলা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সরকারী পৃষ্ঠপোষকতার পাশাপাশি চাষিদের মাঝে উৎসাহ সৃষ্টির মাধ্যমে এটি সম্ভব। দেশে তুলার ব্যাপক চাহিদাও রয়েছে। আর বস্ত্র উৎপাদনের প্রদান উপকরণ তুলা চাষ করে এ অঞ্চলের মানুষ সহজেই সাবলম্বী হয়ে উঠতে পারে।

 

বুধবার তুলা চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তুলা চাষী উদ্বুদ্ধু করণশীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা একথা বলেন।

 

ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে তুলা উন্নয়ন বোর্ড রাঙামাটি জোনের আওতাধীন কাপ্তাইয়ের রাইখালী ইউনিটের উদ্যোগে আয়োজিত কর্মশালায়  প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও রাঙামাটি তুলা উন্নয়ন বোর্ডের আহ্বায়ক প্রকৌশলী থোয়াইচিং মং মারমা।

 

তুলা উন্নয়ন বোর্ড রাঙামাটি জোনের প্রধান কর্মকর্তা পরেশ চন্দ্র চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, তুলা উন্নয়ন বোর্ড চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক আবু ইলিয়াছ মিয়া, কাপ্তাইয়ের রাইখালী ইউনিট কটন অফিসার সফিকুর রহমান, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিনুল তঞ্চঙ্গ্যা প্রমুখ। প্রশিক্ষণে প্রায় ৩৫ জন চাষী অংশ নেন। 

 

কর্মশালায় বক্তারা বলেন, দেশের জনগণের মূল চাহিদার গুরুত্বপূর্ণ একটি হল বস্ত্র। এ বস্ত্র তৈরী করতে তুলা প্রয়োজন। বর্তমানে দেশের শতকরা পাঁচ ভাগ তুলা উৎপাদন করা হচ্ছে। অবশিষ্ট পঁচানব্বই ভাগই আমদানী করা হয়। এতে বিপুল রাজস্ব ব্যয় করা হচ্ছে। অথচ, আমাদের দেশে তুলা উন্নয়নে আবহাওয়া উপযোগী এলাকা বিরাজমান। তথাপি এ খাতটি অনেকটা অবহেলিত। তবে পার্বত্য এলাকায় তুলা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

 

বক্তারা আরও বলেন, এখানকার আবহাওয়া তুলা উৎপাদন উপযোগী। একসময় পার্বত্য এলাকায় ব্যাপক হারে কার্পাস তুলা তৈরী করা হত। পাহাড়ী জনগণ এ তুলা থেকে তৈরী সুতা দিয়ে বস্ত্র বুনন করে পরিধান করত। কালের বিবর্তনে তা অনেকটা হারিয়ে যেতে বসেছে।

বক্তারা বলেন, তুলা উৎপাদনের ওই সম্ভাবনাকে কাজে লাগাতে তুলা উন্নয়ন বোর্ড কাপ্তাইয়ের ওয়া¹া ইউনিয়ন সিবি-১২, ১৩, ১৪ প্রজাতির ১৪টি প্লট সৃজন করেছে চাষীদের মাঝে বিনা মূলে বীজ, সার, কিটনাশক সরবরাহের মাধ্যমে। দেশের স্পীনিং মিলে এ তুলার ব্যাপক চাহিদা রয়েছে।

 

পার্বত্য এলাকর প্রতি বিঘা জমিতে গড়ে ১২ মন তুলা উৎপাদিত হয়। তবে দেশের অন্যান্য জেলায় প্রতি বিঘায় প্রায় ২১ মন পর্যন্ত উৎপাদন হয়ে থাকে। স্থানীয়ভাবে এক মন বীজতুলা একুশ শ টাকা হারে উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ক্রয় করছে। ফলে তুলা উৎপাদন করে কৃষকদের দ্বারে দ্বারে ঘুরতে হবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ