শনিবার রাঙামাটির বরকল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন বাবুল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেনং রাখাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সন্তোষ কুমার চাকমা।
বরকল উপজেলা আওয়ামী লীগ নেতা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবীর কুমার চাকমা’সহ অন্যান্য নেতৃবৃন্দরা। অনুষ্ঠান পরিচালনা করেন বরকল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মহারাজ।
সভায় বক্তরা বলেন, সারাদেশে বিএনপি-জামাত-হেফাজত ইসলামীর সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে দেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করার পায়ঁতারা চালাচ্ছে। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.