রোববার রাঙামাটির কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে ৪লক্ষ টাকার অবৈধ কাঠ আটক করেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের কাচালং ফরেষ্ট রেঞ্জ ।
কাচালং ফরেষ্টের ষ্টেশন কর্মকর্তা সৈয়দ মোঃ গোলাম সাহিদ জানান, রোববার বিকেলে কাচালং ফরেষ্ট রেঞ্জ চেকপোষ্ট অতিক্রম করার সময় একটি ট্রলারকে তাদের সন্দেহ হয়। এতে চেকপোষ্ট অতিক্রমকালে ট্রলারকে থামাতে বললে ট্রলারটি উল্টোপথে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় ষ্টেশনকর্মকর্তাসহ ফরেষ্টের অন্য স্টাফরা ট্রলারটিকে ধাওয়া দিলে অবৈধ কাঠ পাচারকারীরা পাহাড়ের কাছে অবৈধ কাঠ বোঝাই ট্রলারটি ফেলে রেখে পালিয়ে যায়।
তিনি আরও জানান,আটককৃত ট্রলারে তল্লাসি চালিয়ে প্রায় ২শ ঘনফুটের অধিক অবৈধ কাঠ আটক করা হয়। অবৈধ কাঠবোঝাই ট্রলারটি আটক করে কাচালং ফরেষ্ট ষ্টেশন রেঞ্জে সরকারী হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে বনআইনে একটি নিয়মিত মামলা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.