• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
অপহরণের আট দিন পর কাউখালীতে পোলট্রি খামারী মামুনের বস্তাবন্দি দ্বিখন্ডিত লাশ উদ্ধার                    পার্বত্য চুক্তির পর সেনাবাহিনী নিরবিচ্ছিন্নভাবে পার্বত্যাঞ্চলের শান্তি ও উন্নয়নে কাজ করে যাচ্ছে                    নানান আয়োজনে রাবিপ্রবির প্রতিষ্ঠা বার্ষিকী পালন                    বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দু’জনসহ ৩ ম্রো নারীর মৃত্যু                    রাঙামাটিতে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু                    হত্যা, চাঁদাবাজি, হামলার প্রতিবাদে রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে এসএসসিতে এবার জিপিএ-৫ বেড়েছে                    ঋতুপর্নার চাকমার মাকে ক্যান্সার চিকিৎসায় রাঙামাটি জেলা পরিষদের তিন লক্ষ টাকা সহায়তা                    ১৭ বছর ধরে উন্নয়নের নামে ভাঁওতাবাজির করা হয়েছে-রুহুল কবীর রিজভি                    রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    
 
ads

সংকট উত্তোরণে সরকার ও পৌর নাগরিকদের সহায়তা চাইলেন নতুন মেয়র
৩ কোটি টাকার ঋণ মাথায় নিয়ে লামা পৌরসভার নবনির্বাচিত পরিষদের যাত্রা শুরু

Published: 25 Feb 2016   Thursday

প্রায় ৩ কোটি টাকার ঋণ মাথায় নিয়ে লামা তৃতীয় পৌর পরিষদের যাত্রা শুরু হয়েছে। গেল ৩ জানুয়ারী আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহনের মধ্য দিয়ে নতুন পরিষদ দায়িত্বভার গ্রহন করে।

 

দায়িত্ব গ্রহনের মাসেই পূর্বের পরিষদের অব্যবস্থাপনার খেসারত হিসাবে চরম আর্থিক সংকটে পড়েছে লামা পৌরসভা। আর্থিক সংকটের কারণে কর্মকর্তা কর্মচারীদের জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসের বেতন ভাতা, উন্নয়ন প্রকল্পের ঠিকাদারদের বিল ও জামানত,কর্মকর্তা-কর্মচারীদের  আনুতোষিক এবং  বিদ্যুৎ বিল প্রদান করতে পারছেনা সদ্য দায়িত্ব গ্রহনকারী পৌর পরিষদ।

 

প্রায় ৩ কোটি টাকার ঋণ ভারে ন্যুয়ে পড়েছে পৌরসভার সার্বিক আর্থিক ব্যবস্থাপনা। বিগত পৌর পরিষদের আর্থিক অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন নবনির্বাচিত মেয়র মোঃ জহিরুর ইসলাম।

 

উল্লেখ্য,গেল ৩০ ডিসেম্বর ২০১৫ নির্বাচনে মোঃ জহিরুর ইসলামের নেতৃত্বে ৩য় পৌর পরিষদ নির্বাচিত হয়। সাবেক মহকুমা লামা সদরকে গত ২০০১সালে পৌর সভায় উন্নতি করা হয়।

 

পৌর সভার সচিব মাসুদ মুরশেদ জানিয়েছেন, রাজস্ব তহবিল সংকটের কারণে পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের জানুয়ারী ও ফেব্রƒয়ারী মাসের বেতন ভাতা প্রদান করা সম্ভব হচ্ছে না। বিগত দিনে উন্নয়ন ও জামানত তহবিল হতে ঋণ নিয়ে বেতন ভাতা পরিশোধ করা হয়েছে। যার কারণে উন্নয়ন প্রকল্পের বিল পরিশোধ করা সম্ভব হচ্ছেনা।

 

বর্তমানে লামা পৌরসভা হতে বিএমডিএফ বকেয়া ঋণ বাবদ পাবে  ১কোটি ৪৪ লাখ ৬৩ হাজার এবং বকেয় বিদ্যুৎ বিল ২৫ লাখ ৩৫ হাজার টাকা।  কর্মকর্তা-কর্মচারীদের আনুতোষিক বকেয়া ১৩ লক্ষ ৬০ হাজার টাকা।  পৌরসভার এডিপি তহবিল হতে ১৯ লক্ষ ৫০ হাজার, বিএমডিএফ তহবিল হতে ১০ লক্ষ ৮০ হাজার, শহর উন্নয়ন তহবিল হতে ২ লক্ষ টাকা রাজস্ব তহবিলে স্থানান্তর করে খরচ করা হয়েছে। কিন্তু রাজস্ব তহবিল হতে কোন তহবিলের স্থানান্তরিত টাকা ফেরত প্রদান করা হয়নি। এ ছাড়া ঠিকাদারদের বকেয়া বিল বাবদ পৌরসভার কাছে পাওনা প্রায় ৫০ লক্ষ টাকা।

 

পৌরসভার রাজস্ব ঘাটতির কারণে বিভিন্ন তহবিল হতে ঋণ নিয়ে পৌরসভা পরিচালনা করতে হয়েছে বলে লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন জানিয়েছেন।

 

তিনি বলেন, পৌর সভার রাজস্ব আয়ের প্রধান উৎস ট্রেড লাইসেন্স এবং হোল্ডিং ট্যাক্স বাবদ প্রায় কোটি টাকা পৌরসভা পাওনা রয়েছে। ৫০% এর অধিক হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়ন ফি বকেয়া থাকায় রাজস্ব ঘাটতি দিন দিন বাড়ছে। রাজস্ব আদায়ের দায়িত্ব প্রাপ্ত কর্মচারীগন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অনুমোদন ব্যতিরেখে একই সময়ে অন্য পেশায় নিয়োজিত রয়েছে। বকেয়া ও হাল সনের রাজস্ব আদায়ে সংশ্লিষ্ট কর্মচারীদের দায়সারা গোচর দায়িত্ব পালন রাজস্ব ঘাটতির অন্যতম কারণ বলে সচেতন নাগরিকগণ মনে করছে। দীর্ঘদিন ধরে পৌরসভার সচিব, সহকারী প্রকৌশলী ও হিসাব রক্ষকের পদ খালি থাকায় পৌর নাগরিকগণ চরম ভোগান্তির সম্মুখিন হচ্ছে। বিগত পৌর পরিষদের আমলে পৌরসভার কর্মচারীগণ দায়সারাভাবে দায়িত্ব পালন করায় রাজস্ব  ঘাটতির পরিমান বৃদ্ধি পায়।

 

কর্মকর্তা- কর্মচারীদের তদারকির অভাবে  পৌরসভার নাগরিকদের  সেবার মান চরম নিন্ম পর্যায়ে পৌছে। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের  অনুমোদন ব্যতিরেখে পৌর সভার রাজস্ব আদায়ের সাথে সম্পর্ক যুক্ত একজন কর্মচারী  একই সময়ে অন্য পেশায় নিয়োজিত থাকায় এর বৈধতাকে চ্যালেঞ্জ করে মহামান্য হাই কোর্টে পৌর নাগরিকদের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করা হয়েছে। হাই কোর্ট উক্ত কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় সরকার মস্ত্রনালয়কে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ঢাকা টোব্যাকো কোম্পানী তামাক পাতা হতে পৌরকর আদায় নাকরার জন্য মহামান্য হাই কোর্টে রিটপিটিশন দায়ের করলে পৌরকর আদায় আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।

 

লামা পৌরসভার বর্তমান মেয়র মোঃ জহিরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, লামা পৌরবাসি আমাকে ভোট দিয়ে মেয়র বানিয়েছেন। তাই  পৌরবাসির চাওয়া পাওয়ার কথা সব সময় বিবেচনা করতে হবে আমাকে। পৌর সভার উন্নয়ন এবং পৌরবাসীকে সেবা করার লক্ষে সকলের সহযোগিতায় কাজ করতে চাই।

 

তিনি আরো বলেন, দায়িত্ব গ্রহনের পর পৌরসভায় অনেক সমস্যা পরিলক্ষিত হয়। লামা পৌরসভার আর্থিক সংকট দুরিকরন ও নাগরিক সেবার মান উন্নয়নে সরকার এবং  পৌর নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ