দীর্ঘ প্রায় ১২ বছর পর কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার এ উপলক্ষে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হযরত আলী সুমন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা ছাত্রদল সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আনিসুর রহমান, সাবেক ছাত্রনেতা জাফর আহমেদ স্বপন। বক্তব্য রাখেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ একরাম হোসেন, কাপ্তাই ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ লোকমান আহমেদ, ওয়াগ্গা বিএনপি সাধারণ সম্পাদক অর্জিত কার্বারী, উপজেলা যুবদল সভাপতি মোঃ জাকির হোসেন ও জেলা ছাত্রদল সদস্য তপন তঞ্চঙ্গ্যা প্রমুখ।
সভা শেষে মোহাম্মদ রুবেলকে সভাপতি, সাইমং মারমাকে সাধারণ সম্পাদ ও মোঃ আমিনুল হক সাজুকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.