রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া গ্রামে স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা করার ঘটনা ঘটেছে শনিবার ভোরে ।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে স্বামী ফার্নিচার মিস্ত্রি বাবলু মিয়া ঘুমন্ত অবস্থায় স্ত্রী ২ সন্তানের জননী মোছাঃ রহিমা আক্তার (৩২) কে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে প্রতিবেশীদের মাধ্যমে খবরটি জানাজানি হয়। খবর পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
চন্দ্রঘোনা থানার ওসি জহুরুল আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.