সোমবার খাগড়াছড়ি শহরের খাগড়াপুর মাষ্টার দোকান এলাকায় সড়ক দুর্গটনায় ১জন নিহত ও অপর ৩ জন গুরুত্বর আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম সুমন চাকমা। সে দীঘিনালা উপজেলার পূর্নাবাসন এলাকার বাসিন্দা।
জানা গেছে, সোমবার দীঘিনালা থেকে যাত্রী নিয়ে থ্রী হুইলারটি খাগড়াছড়ি সদরে আসছিল। খাগড়াপুর মাষ্টার দোকান এলাকায় খাগড়াছড়ি থেকে দীঘিনালামুখী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী পিকআপের সাথে থ্রী হুইলারটির মুখোমুখি হয়। এতে ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন দীঘিনালা উপজেলার জামতলী নতুন পাড়ার নিরলক্ষ চাকমার ছেলে টাইটা চাকমা, কলেজটিলার শান্তি কুমার চাকমার ছেলে নইনয়া চাকমা ও চাইছি চাকমার স্ত্রী সত্যরিকা চাকমা।
খাগড়াছড়ি সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: নয়নময় ত্রিপুরা বলেন, দুর্ঘটনায় আহত তিন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আঘাত গুরুত্বর হওয়ায় তাদের চট্টগ্রামে প্রেরণ করা হচ্ছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামসুদ্দিন ভূইয়া জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করে। ঘাতক পিকআপ ভ্যানটির চালককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.