রাঙামাটি জেনারেল হাসপাতালে গাইনি বিশেজ্ঞ চিকিৎসক ডাঃ নীহার রঞ্জন নন্দী শুক্রবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শুক্রবার সকালের দিকে ডাঃ নীহার রঞ্জন নন্দী ব্যক্তিগত গাড়ীযোগে রাঙামাটি থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাউজানের ঢালার মূখের অটো ব্রিকফিল্ড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাহাড়ীকা যাত্রী বাস(চট্টমেট্রো জ-১১-০১০৫) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে মুছড়ে যায়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে রাউজানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা অবনতি হওয়াতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর পর চালক ও হেলফার পালতক রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.