• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দু’জনসহ ৩ ম্রো নারীর মৃত্যু                    রাঙামাটিতে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু                    হত্যা, চাঁদাবাজি, হামলার প্রতিবাদে রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে এসএসসিতে এবার জিপিএ-৫ বেড়েছে                    ঋতুপর্নার চাকমার মাকে ক্যান্সার চিকিৎসায় রাঙামাটি জেলা পরিষদের তিন লক্ষ টাকা সহায়তা                    ১৭ বছর ধরে উন্নয়নের নামে ভাঁওতাবাজির করা হয়েছে-রুহুল কবীর রিজভি                    রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে পরিকল্পিত বনায়ন কার্যক্রমের উদ্বোধন                    রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা                    খাগড়াছড়িতে বীর শহীদদের প্রতি আরাফাত রহমান কোকোর ক্রীড়া পরিষদের শ্রদ্ধাঞ্জলী                    
 
ads

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2016   Tuesday

আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে।


অনুষ্ঠানে বক্তারা আদিবাসীদের সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়ে শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবী জানান।


বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চল শাখার উদ্যোগে টিআইব’র সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির সহায়তায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে বলুন উড়িয়ে র‌্যালীর উদ্ধোধন করেন ২৯৯নং রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার।

 

উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায়। বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যন অরুন কান্তি চাকমা, এমএন লারমা মোমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা ও সচেতন নাগরিক কমিটির এ্যাডভোকেট সুস্মিতা চাকমা।

 

স্বাগত বক্তব্যে রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সাধারন সম্পাদক ইন্টু মনি তালুকদার। উদ্ধোধনীর পর পর গিরিসুর শিল্পী গোষ্ঠীর শিল্পীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন।


আলোচনা সভা শেষে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌরসভা প্রাঙ্গন থেকে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষেরা বিভিন্ন দাবী-দাওয়া সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে র‌্যালীতে যোগদান করেন।


উদ্ধোধকের বক্তব্যে উষাতন তালুকদার এমপি বলেন, সারাদেশের মানুষ উবিগ্ন উৎকণ্ঠিত ও আতংক অবস্থায় রয়েছে এমনিতর অবস্থায় আজ আদিবাসী দিবস পালন করতে হচ্ছে। তিনি বলেন, আদিবাসীরা যেভাবে পরিচিত হতে চান সেভাবে তাদের থাকতে দিন, কারণ এটি তাদের জন্মগত ও মৌলিক অধিকার এবং  মানবাধিকার।


তিনি বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ আজকে দেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য ষড়যন্ত্র চলছে। তাই বর্তমান পরিস্থিতিতে দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত করতে হবে।


তিনি বাংলাদেশে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের উন্নয়ন এবং সচেতন করার দায়িত্ব সংখ্যাগুরু জনগোষ্ঠীর। পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়ন করার মানসিকতা থাকলে বাংলাদেশে সার্বিক উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, এ অঞ্চলের আঞ্চলিক রাজনৈতিক অঙ্গনে যে সংঘাত ছিল তার বিরতি ঘটেছে। তবে এ অঞ্চলের স্বকীয়তা ও শান্তির জন্য এ সংঘাত একেবারে অবসান ঘটাতে হবে। এই দায়িত্ব সকলের।


আমরা মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্থাপনের বিরোধী নয় উল্লেখ করে তিনি আরো বলেন, পার্বত্যাঞ্চলের শীর্ষ স্থানীয় নেতা ও সাধারন মানুষের সাথে কোন প্রকার আলোচনা ও সম্মতি নিয়ে কিভাবে,কোন স্থানে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে তা করা হয়নি। কিন্তু যে মানুষ কাপ্তাই বাধের কারণে বিগত ২০ বছর ধরের সংঘাতের উদ্ধাস্তু হয়েছে তাদের আবারও উদ্ধাস্তু করে বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। এটি মানবতা ও সংবিধান বিরোধী। তিনি এ বিষয়ে সঠিকভাবে বোঝাপোড়ার মাধ্যমে এ অঞ্চলের মানুষের শিক্ষার উন্নতির লক্ষে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

 

মন্ত্রী সভায় পাস হওয়া পার্বত্য ভূমি কমিশনে সংশোধনী আইনের বিষয়ে তিনি বলেন, অনেকে অপব্যাখা দিচ্ছেন ভূমি কমিশন আইন কার্যকর হলে কোন সম্প্রদায়ের প্রতি বৈষম্য করা হবে। কিন্তু এটি সম্পূর্ন ভিত্তিহীন।

 

কারণ এখানে মহামান্য সুপ্রিম কোর্ট রয়েছে। সুতরাং ভূমি কমিশন নিয়ে কারোর প্রতি বৈষম্য করে সেটা সুপ্রিম কোর্ট সুদরিয়ে দেবে। তাছাড়া ভূমি কমিশন আইনে একেবারে কোন একটি সম্প্রদায়ের বিরুদ্ধে সিদ্ধান্ত দেবে সেটা বিশ্বাসযোগ্য নয়। কারণ ভূমি কমিশনে প্রধান হচ্ছেন একজন আবসরপ্রাপ্ত বিচারপতি।


পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে যেভাবে পরামর্শ দেওয়া হয়েছে সেভাবে ভূমি কমিশন আইন সংশোধিত হবে এবং ভূমি কমিশন শিগগিরই পার্বত্য চট্টগ্রামের জলে ভাসা জমি, বন এলাকাসহ সকল ভূমি বিরোধ নিষ্পক্তি করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।


চাকমা রাজা বলেন, বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে যারা গণতন্ত্র বিরোধী উপনেবিশক মনোবৃত্তি ধারণ করেন তাদের মাধ্যমে এখনো পর্ষন্ত বৈষম্য ও অত্যাচার হচ্ছে। তবে যতই প্রতিকূল অবস্থা থাকুক না কেন পার্বত্য চট্টগ্রামের মানুষ ও বাংলাদেশের আদিবাসী মানুষ তাদের অধিকার ও সত্বা সম্পর্কে অনেক অনেক সচেতন হয়েছে। তাই হতাশ না হয়ে সৎ সাহস ও সচেতন হয়ে অধিকার আদায়ের জন্য এগিয়ে যেতে হবে।


রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা বলেন, আদিবাসীরা শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এক্ষেত্রে আদিবাসী ছাত্র ছাত্রীদের মধ্যে যারা উচ্চ শিক্ষা গ্রহণ করছে তাদের শিক্ষার উন্নয়নে এগিয়ে আসতে হবে।

 

বাঘাইছড়িতে আদিবাসী দিবস পালিত

আর্ন্তজাতিক আদিবাসী দিবস উপলক্ষে বাঘাইছড়ি উপজেলায় বাবু পাড়া কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়।মারশ্যিা ইউপি’র চেয়ারম্যান মানব জ্যোতি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা। বিশেষ অতিথি ছিলেন জেএসএসএর (এমএন লারমা) জেলা শাখার সভাপতি অনুপ কুমার চাকমা, সুরশে কান্তি চাকমা, রাজেন্দ্রলাল চাকমা। বক্তব্যে রাখেন ,শতশিদ্ধ চাকমা,বনিতা । অনুষ্ঠান পরিচালনা করেন জ্যোসি চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ