• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    
 
ads

এমএন লারমার ৭৭ তম জন্মদিবসে আয়োজিত রাঙামাটিতে আলোচনা সভায়
পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগনের জীবন আজ শ্বাসরুদ্ধকর অবস্থায়-সন্তু লারমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Sep 2016   Thursday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগনের জীবন আজ শ্বাসরুদ্ধকর অবস্থায় রয়েছে বলে অভিযোগ করেছেন।

 

তিনি বলেন, আজকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দেখতে পায় পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়িত হচ্ছে না। চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া নানানভাবে বাঁধাগ্রস্থ করা হচ্ছে। প্রতিপক্ষ সামন্তবাদী, উগ্রজাতীয়তাবাদী, সুবিধাবাদী প্রতিক্রিয়াশীল গোষ্ঠীরা সরকারের সাথে আতাত করে আজ পার্বত্য চুক্তি বাস্তবায়ন হতে দিচ্ছে না।


বৃহস্পতিবার রাঙামাটিতে সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মানবেন্দ্র নারায়ন লারমার(এমএন লারমা) ৭৭ তম জন্ম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এমএন লারমা মোমোরিয়েল ফাউন্ডেশন ও এমএন লারমা স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এমএন লারমা মোমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মাধবিলতা চাকমা, বাংলাদেশ মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান। বক্তব্যে রাখেন এমএন লারমার স্কুল জীবনের বন্ধু ভূপেন্দ্র নাথ চাকমা, আনন্দ জ্যোতি চাকমা প্রমুখ। আলোচনা সভা শেষে আয়োজিত শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা। পরে গিরিসুর শিল্পী গোষ্ঠীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


সন্তু লারমা আরো বলেন, মহান বিপ্লবী নেতা এমএন লারমা পার্বত্য চট্টগ্রামে এমন একটা সমাজ ব্যবস্থা চেয়েছিলেন যে সমাজ ব্যবস্থা হবে গণমুখী। যে সমাজ ব্যবস্থায় সম অধিকার সমাজ প্রতিষ্ঠা লাভ করবে এবং নারী-পুরুষের শোষন বঞ্চনা বৈষম্য ও দুরত্ব রয়েছে তার অবসান চেয়েছিলেন। নারীদের ক্ষেত্রে সম মর্যাদা ও সম অধিকার চেয়ছিলেন। তিনি এমন একটা সমাজ ব্যবস্থা চেয়েছিলেন মানুষের মধ্যে বিভেদ থাকবে না এবং জাতিতে জাতিতে বৈষম্য থাকবে না।


তিনি বলেন, যে সমাজ সামন্তবাদী এবং শোষন শোষনের যাতাকলে নিষ্পেষিত, যারা ঘুমন্ত অবস্থায় ছিল, তারা নিজেকে জানত না, বুঝত না সেই প্রান্তিক ভিন্ন ভাষাভাষী জুম্ম জাতিকে জাগ্রত করেছিলেন মহান বিপ্লবী নেতা এমএন লারমা। মহান নেতা এমএন লারমা যে জীবন দর্শন নিয়ে রাজনীতি তথা সংগ্রাম জীবন শুরু করেন এবং অমৃত্যূ জীবনকে ধারন করেছিলেন।


সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের বিরাজমান বাস্তবতার কারণে এমএন লারমা জুম্ম জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। পার্বত্য চট্টগ্রামের বুকে এক নতুন জাতীয়তাবাদী জীবন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যারা ভিন্ন ভাষাভাষী, যারা সংখ্যায় কম, শিক্ষায় ও অর্থনীতিতে পিছিয়ে এবং পশ্চাদপদ ছিল। যারা সমমর্যাদা, সমঅধিকার নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম নিয়ে বেচে থাকতে চায়।


তিনি জুম্ম তরুন সমাজকে এমএন লারমার আদর্শ ও সংগ্রামী জীবনকে ধারন করে আন্দোলন সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান।


প্রসঙ্গতঃ উল্লেখ্য, ১৯৩৯ সালের ১৫সেপ্টেম্বর রাঙামাটির নানিয়ারচর উপজেলা মহাপ্রুম গ্রামে জন্ম গ্রহন করেন সাবেক সাংসদ প্রয়াত নেতা এমএন লারমা। তিনি ১৯৭২ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠা করেন। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম থেকে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর বিভেদপন্থীদের হাতে তিনি মৃত্যুবরণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ